অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীর গুলিতে রকিবুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তগাতী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা বেগম (২৫) আহত হন।
জানা যায়, নিহত রকিবুল খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রকিবুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কপালিয়া গ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের দত্তগাতী সমতুল্য প্রাথমিক বিদ্যালয়ের অদূরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর বুকের বামপাশে ও মাথায় লাগে। পরে তাঁকে আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা আহত হন। তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। তবে নিহত রকিবুলের নামে অভয়নগর ও ফুলতলা থানায় তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ফুলতলা থেকে রকিবুল ইসলাম নামে এক যুবক উপজেলার দত্তগাতি গ্রামে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে তাঁকে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। এ ঘটনার তদন্তের সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।
যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীর গুলিতে রকিবুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তগাতী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা বেগম (২৫) আহত হন।
জানা যায়, নিহত রকিবুল খুলনা জেলার ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব জমাদ্দারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রকিবুল ইসলাম তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে কপালিয়া গ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতী গ্রামের দত্তগাতী সমতুল্য প্রাথমিক বিদ্যালয়ের অদূরে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর বুকের বামপাশে ও মাথায় লাগে। পরে তাঁকে আহত অবস্থায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তাঁর স্ত্রী বর্ষা আহত হন। তাঁকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা যায়নি। তবে নিহত রকিবুলের নামে অভয়নগর ও ফুলতলা থানায় তিনটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ফুলতলা থেকে রকিবুল ইসলাম নামে এক যুবক উপজেলার দত্তগাতি গ্রামে স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে তাঁকে সন্ত্রাসীরা গুলি করলে তিনি মারা যান। এ ঘটনার তদন্তের সাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে।
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনরত চাকরিপ্রার্থীরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়ে প্রায় ৯০ ঘণ্টা পর অনশন ভেঙেছেন। তাঁদের একটি দাবি মেনে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং অন্য সাতটি দাবি নিয়ে কাজ করার জন্য
৩ মিনিট আগেবিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি। আজ রোববার রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইশরাক হোসেনকে মেয়র
৬ মিনিট আগেবগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রিয়াদ হাসানকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতার ছেলের বিরুদ্ধে। বর্তমানে রিয়াদ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে তেলিহাটি স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্ত্যক্ত ও অশোভন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার ছাত্রকে বহিষ্কার করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। রোববার (২৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাই
১ ঘণ্টা আগে