Ajker Patrika

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারল ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত কিশোরের নাম গাইত রাফিক ইয়ামিন। তার বয়স ১৬। সে দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার সকালে নাবলুসের পূর্বে অবস্থিত জোসেফস টম্বের কাছে সংঘর্ষ চলাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই কিশোর নিহত হয়। ওই কিশোরের মাথায় গুলি করা হয়।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার রাতে নাবলুস এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি আহত হন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিদিনই আমাদের এখানকার মানুষ ও শিশুরা হত্যার শিকার হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান আমাদের শিশুদের এবং আমাদের জনগণকে যেন সুরক্ষা প্রদান করা হয়।’ 

ইসরায়েলি বাহিনী বলেছে, প্রথমে ফিলিস্তিনিরা পাথর ও ককটেল নিক্ষেপ করে। এরপর গুলি করা হয়।

এর আগে গত শনিবার (২১ মে) অধিকৃত পশ্চিম তীরের জেনিন এলাকায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ওই কিশোরের নাম আমজাদ আল-ফাইয়েদ (১৭)। 

উল্লেখ্য, পশ্চিম তীরে ২০২২ সালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৭ ফিলিস্তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত