Ajker Patrika

জেসুসের চোখে নেইমার সেরা

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫: ১৮
জেসুসের চোখে নেইমার সেরা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে বসতে যাচ্ছে তারকা ফুটবলারদের মেলা। যাঁরা ব্যক্তিগত পারফরম্যান্সের আলোয় নিজেদের আলোকিত করবেন। আর দলকে ম্যাচ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সেই সব তারকাদের মধ্যে থেকে নিজের সেরা ফুটবলার পছন্দ করেছেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার মতে, নেইমার তাঁর চোখে সেরা।

এখন পর্যন্ত যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্যে নেইমারকে সেরা মনে করছেন জেসুস। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৬ সালের অলিম্পিকে আমরা প্রথমবার একসঙ্গে খেলেছি। এরপর অনেক ম্যাচ খেলেছি দুজনে। খেলোয়াড় হিসেবে, সে অবিশ্বাস্য। মনে করি, এখন পর্যন্ত যাদের সঙ্গে খেলেছি সেই সেরা। অবশ্যই এবং নিশ্চিতভাবেই।’

নেইমারে প্রতি তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন জেসুস। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘মাঠের বাইরেও তাকে ভালোবাসি। মাঠের বাইরে সে অসাধারণ মানুষ। সে খুবই বিনয়ী। তাকে পরিবারের সদস্য ও বন্ধু মনে হয়।’

মানুষ হিসেবে নেইমারের বিষয়ে জেসুস বলেছেন, ‘সে সব সময় মজা করে, নাচে ও গায়। সে অন্যতম একজন মজার মানুষ।’

২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। শিরোপা জেতা তো দূরের কথা আর কোনো টুর্নামেন্টের ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। এর ফলে দলটির একটি মিশন আটকিয়ে আছে। আর তা হলো ‘হেক্সা’।

 ‘হেক্সা’ মিশন সফল করার জন্য ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ায় তা ভেস্তে যায়। পরের বার ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তা পূরণ করতে পারেনি।

এবার আর একটি বিশ্বকাপ শুরু হচ্ছে আর ৫ দিন পরেই। এ বিশ্বকাপে দলটি ছয়বারের মিশনটি পূরণ করতে পারবে কি না তা সময়ই বলে দেবে। তবে শিরোপার অন্যতম ফেবারিট হিসেবেই যাচ্ছে হলুদরা। আর এই মিশনে নেইমারকে কেন্দ্র করেই কৌশল সাজাচ্ছেন ব্রাজিল কোচ তিতে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ছন্দেও আছেন ব্রাজিলের নাম্বার টেন।

২৪ নভেম্বর, সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। 

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত