গত ১১ ডিসেম্বর নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে স্পেস ক্যাপসুল ওরিয়ন। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজন্মের এই ক্যাপসুলটি প্রায় ২৬ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে অবতরণ করে। আর্টেমিস-১ এর এই অভিযান সফল বলে ঘোষণা করে নাসা। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই এর মাধ্যমে মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে আসতে পারবে বলে প্রত্যাশাও রয়েছে। তবে এত দিন পর জানা গেল, এই মিশনে ওরিয়ন ক্যাপসুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নাসার প্রকৌশলীরা মহাকাশযান থেকে তথ্য উপাত্ত সংগ্রহের সময় কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে। ফলে মানুষ নিয়ে উৎক্ষেপণের আগে আরও যাচাই-বাছাই করা হবে এই ক্যাপসুল। মূলত, মোবাইল লঞ্চার ও ওরিয়নের তাপ প্রতিরোধ ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেম ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যা কিছু করছি, যে ঝুঁকি গুলি নিচ্ছি তা আমরা বুঝতে পারছি কিনা। আমাদের এই ক্যাপসুলের পারফরমেন্স এখন পর্যন্ত বেশ ভালো।
‘আর্টেমিস-১’ প্রকল্পটি মানুষবিহীন মহাকাশযান নিয়ে চাঁদে পরীক্ষামূলক এক মিশন। ফ্লোরিডায় অবস্থিত নাসার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু করে আর্টেমিস-১। এটি চাঁদের মার্কিন মহাকাশযানের চতুর্থ যাত্রা। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ এর সফল চন্দ্রাভিযানের ৫০ বছর পর ফের কোনো চন্দ্রযান চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।
গত ১১ ডিসেম্বর নিরাপদে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে স্পেস ক্যাপসুল ওরিয়ন। মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী প্রজন্মের এই ক্যাপসুলটি প্রায় ২৬ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে অবতরণ করে। আর্টেমিস-১ এর এই অভিযান সফল বলে ঘোষণা করে নাসা। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই এর মাধ্যমে মহাকাশচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে আসতে পারবে বলে প্রত্যাশাও রয়েছে। তবে এত দিন পর জানা গেল, এই মিশনে ওরিয়ন ক্যাপসুলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নাসার প্রকৌশলীরা মহাকাশযান থেকে তথ্য উপাত্ত সংগ্রহের সময় কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করে। ফলে মানুষ নিয়ে উৎক্ষেপণের আগে আরও যাচাই-বাছাই করা হবে এই ক্যাপসুল। মূলত, মোবাইল লঞ্চার ও ওরিয়নের তাপ প্রতিরোধ ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাসার এক্সপ্লোরেশন সিস্টেম ডেভেলপমেন্টের সহযোগী প্রশাসক জিম ফ্রি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যা কিছু করছি, যে ঝুঁকি গুলি নিচ্ছি তা আমরা বুঝতে পারছি কিনা। আমাদের এই ক্যাপসুলের পারফরমেন্স এখন পর্যন্ত বেশ ভালো।
‘আর্টেমিস-১’ প্রকল্পটি মানুষবিহীন মহাকাশযান নিয়ে চাঁদে পরীক্ষামূলক এক মিশন। ফ্লোরিডায় অবস্থিত নাসার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র ‘কেনেডি স্পেস সেন্টার’ থেকে গত ১৬ নভেম্বর যাত্রা শুরু করে আর্টেমিস-১। এটি চাঁদের মার্কিন মহাকাশযানের চতুর্থ যাত্রা। ১৯৭২ সালের ডিসেম্বরে অ্যাপোলো ১৭ এর সফল চন্দ্রাভিযানের ৫০ বছর পর ফের কোনো চন্দ্রযান চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের মধ্যেই মহাকাশচারীরা চাঁদের মাটিতে দ্বিতীয়বারের মতো পা রাখবেন।
আপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
১৯ ঘণ্টা আগেপ্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন বা ৪৫০ কোটি বছর আগে গঠিত হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণনের গতি কমছে পৃথিবীর। এর ফলে দীর্ঘ হচ্ছে দিনগুলোও। মানবজীবনের সময়কাল অনুযায়ী এই পরিবর্তন খুব একটা দৃশ্যমান না হলেও দীর্ঘ সময় পর তা পৃথিবীর পরিবেশে বড় পরিবর্তন এনেছে।
২০ ঘণ্টা আগেমানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মানসিক সমর্থন দেয় পোষা কুকুর। এমনটাই বলছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। আন্তর্জাতিক জার্নাল সায়েন্টিফিক রিপোর্ট–এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই মানুষ তাদের কুকুরকে শুধুমাত্র ‘পোষা প্রাণী’ হিসেবে নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু, সন্তানের মতো আদরের...
৪ দিন আগেপূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার উপকূলীয় অঞ্চলে নতুন মশার প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কার ম্যালেরিয়া পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৫ দিন আগে