‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন।
এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।
‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন।
এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।
পুরোনো অ্যাঙ্কেলের চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে নেই তাসকিন আহমেদ। ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই পেসারকে এই সিরিজে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বিশ্রামই নয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে পাঠাল তারা। আজ রাত ৮টায় লন্ডনের বিমান ধরেছেন তাসকিন।
৭ মিনিট আগেকোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস
১ ঘণ্টা আগেগতির ঝড়ের পাশাপাশি বাউন্সার—আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের গত এক বছর ধরে এভাবেই ভড়কে দিচ্ছেন নাহিদ রানা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছে জিম্বাবুয়েকে। তবে সিরিজ ধরে রাখার মিশনে বাংলাদেশ পাচ্ছে না ২২ বছর বয়সী এই পেসারকে।
৬ ঘণ্টা আগে