নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
নিকট ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বুদ্ধিমত্তার যে উন্নতি ঘটবে, তা মানুষের মতো না হয়ে কুকুরের মতো হবে বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। প্রযুক্তি বিশ্লেষকদের বিপরীতে গিয়ে তিনি এমন অবস্থান নিয়েছেন বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।
সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসন হুয়াং বলেন, আগামী ৫ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। এরপর গত সপ্তাহে সানফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে এআই প্রযুক্তির বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন লেকুন।
এআইয়ের জনপ্রিয়তা বাড়লে চিপ বিক্রি করে মুনাফা হবে বলে হুয়াওয়ের প্রধান এমন মন্তব্য করেছেন বলে তিনি মনে করেন। লেকুন বলেন, ‘আমি জেনসনকে চিনি। এআই প্রযুক্তিযুদ্ধ শুরু হয়েছে, আর তিনি এতে অস্ত্র সরবরাহ করছেন।’
ফেসবুকের মূল কোম্পানি মেটার এআই বিজ্ঞানী বলেন, ‘মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জনের আগে কুকুর বা বিড়ালের মতো বুদ্ধিমত্তা অর্জন করবে এআই। কারণ, এআই প্রযুক্তি প্রশিক্ষণে যে ল্যাঙ্গুয়েজ মডেল ও টেক্সট ব্যবহার করা হয়, তা উন্নত মানের এআই তৈরির জন্য পর্যাপ্ত নয়। ২০ হাজার বছরের পুরোনো তথ্য দেওয়া হলেও এ ও বি অক্ষরের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা এই সিস্টেমের নেই।’
গত জুলাইতেও এ ধরনের মন্তব্য করেন লেকুন। তিনি বলেন, এআইয়ের বুদ্ধিমত্তা সীমিত। মানুষের জ্ঞান শুধু ভাষার মাধ্যমে অর্জিত হয় না, এর সঙ্গে অভিজ্ঞতাও জড়িত।
তবে ‘এআই মানবতার জন্য হুমকি’—এমন ধারণাকে বাতিল করে দেন লেকুন। এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ‘হাস্যকর’ ও ‘অতিরঞ্জিত’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
৬ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
৯ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
১০ ঘণ্টা আগে