মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করল মেটা। ব্যক্তিগত মেসেজ ও কলের নিরাপত্তা দিতে ম্যাসেজিং প্ল্যাটফর্মটিতে এই ফিচার এল। এই এন্ড টু এন্ড এনক্রিপশন মেসেঞ্জারে ডিফল্ট হিসেবে থাকবে অর্থাৎ মেসেঞ্জার অন করলেই এই সুবিধা চালু হবে।
এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছানো পর্যন্ত মেসেজ ও কলের সুরক্ষা দেবে এই ফিচার। অর্থাৎ কী পাঠানো হয়েছে বা বলা হয়েছে, তা মেটাসহ তৃতীয় কোনো পক্ষই দেখতে পাবে না। শুধুমাত্র ব্যবহারকারীরা অভিযোগ করলেই কোম্পানি তা দেখতে পারবে।
ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পাশাপাশি মেটা তার মেসেজিং প্ল্যাটফর্মের জন্য একাধিক নতুন ফিচারও চালু করেছে। কোম্পানির এন্ড টু এন্ড এনক্রিপশনসহ মেসেঞ্জারের আরও কিছু নতুন ফিচার সবার পেতে কিছুটা সময় লাগতে পারে।
চ্যাট করার ক্ষেত্রে ব্যবহারকারী বাছাই এবং রিপোর্ট, ব্লক ও মেসেজ রিকোয়েস্টের মতো গোপনীয়তা ও নিরাপত্তার ফিচার আগে থেকেই ছিল। এখন যুক্ত হলো এন্ড টু এন্ড এনক্রিপশন। তার সঙ্গে থাকছে আরও নতুন কিছু ফিচার-
মেসেজ এডিট
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ১৫ মিনিটের মধ্যে একটি মেসেজ এডিট করতে পারবে ৷ তবে একজন ব্যবহারকারী মেসেঞ্জারে একটি এডিট করা মেসেজের বিরুদ্ধে রিপোর্ট করলে মেটা এডিট করা মেসেজের পূর্ববর্তী সংস্করণগুলি দেখতে পারবে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সময়সীমা বাড়িয়ে এখন ২৪ ঘণ্টা করেছে মেটা। মেসেজগুলো অদৃশ্য হওয়ার সময় ব্যবহারকারীদের জানানো হবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো শুধু এন্ড টু এন্ড মেসেজের জন্য কার্যকর হবে। ব্যবহারকারীরা যদি অনুপযুক্ত কোনো মেসেজ পায় তা রিপোর্ট করে মেটাকে জানাতে পারবে। কেউ যদি এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো স্ক্রিনশট নেয় তা গ্রাহককে অবহিত করবে মেটা।
রিড রিসিট নিয়ন্ত্রণ
মেসেঞ্জারে কারও মেসেজ পড়ার পর অন্যরা তা দেখতে পারে। এখন থেকে এই অপশন বন্ধ করার সুযোগ দেবে মেটা। মেসেজ দেখে ফেললেও অন্যরা তা বুঝতে পারবে না।
ছবি এবং ভিডিও উন্নয়ন
মেটা বলছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে প্রতিদিন ১৩০ কোটি ছবি এবং ভিডিও শেয়ার করে। এখন ছবি এবং ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়ার সুবিধা দেওয়া হবে। ছবির ও ভিডিওয়ের মানও উন্নয়ন করেছে মেটা। এর সঙ্গে মেসেঞ্জারে মজাদার লেআউট যুক্ত করা হবে। ব্যবহারকারীরা সংগ্রহে থাকা কোনো ফটো বা ভিডিওয়ের প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ফিচার যুক্ত করেছে মেটা। সামনের মাসগুলোতে ফিচারগুলো ধীরে ধীরে ছাড়া হবে।
কোম্পানিটি একটি ছোট গ্রুপের মধ্যে এইচডি মিডিয়া ও ফাইল শেয়ার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে। আগামী মাসে ফিচারগুলো আরও বড় গ্রুপের মধ্যে পরীক্ষা করা হবে।
মেসেঞ্জারে এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করল মেটা। ব্যক্তিগত মেসেজ ও কলের নিরাপত্তা দিতে ম্যাসেজিং প্ল্যাটফর্মটিতে এই ফিচার এল। এই এন্ড টু এন্ড এনক্রিপশন মেসেঞ্জারে ডিফল্ট হিসেবে থাকবে অর্থাৎ মেসেঞ্জার অন করলেই এই সুবিধা চালু হবে।
এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছানো পর্যন্ত মেসেজ ও কলের সুরক্ষা দেবে এই ফিচার। অর্থাৎ কী পাঠানো হয়েছে বা বলা হয়েছে, তা মেটাসহ তৃতীয় কোনো পক্ষই দেখতে পাবে না। শুধুমাত্র ব্যবহারকারীরা অভিযোগ করলেই কোম্পানি তা দেখতে পারবে।
ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পাশাপাশি মেটা তার মেসেজিং প্ল্যাটফর্মের জন্য একাধিক নতুন ফিচারও চালু করেছে। কোম্পানির এন্ড টু এন্ড এনক্রিপশনসহ মেসেঞ্জারের আরও কিছু নতুন ফিচার সবার পেতে কিছুটা সময় লাগতে পারে।
চ্যাট করার ক্ষেত্রে ব্যবহারকারী বাছাই এবং রিপোর্ট, ব্লক ও মেসেজ রিকোয়েস্টের মতো গোপনীয়তা ও নিরাপত্তার ফিচার আগে থেকেই ছিল। এখন যুক্ত হলো এন্ড টু এন্ড এনক্রিপশন। তার সঙ্গে থাকছে আরও নতুন কিছু ফিচার-
মেসেজ এডিট
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ১৫ মিনিটের মধ্যে একটি মেসেজ এডিট করতে পারবে ৷ তবে একজন ব্যবহারকারী মেসেঞ্জারে একটি এডিট করা মেসেজের বিরুদ্ধে রিপোর্ট করলে মেটা এডিট করা মেসেজের পূর্ববর্তী সংস্করণগুলি দেখতে পারবে।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ
ডিসঅ্যাপিয়ারিং মেসেজের সময়সীমা বাড়িয়ে এখন ২৪ ঘণ্টা করেছে মেটা। মেসেজগুলো অদৃশ্য হওয়ার সময় ব্যবহারকারীদের জানানো হবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো শুধু এন্ড টু এন্ড মেসেজের জন্য কার্যকর হবে। ব্যবহারকারীরা যদি অনুপযুক্ত কোনো মেসেজ পায় তা রিপোর্ট করে মেটাকে জানাতে পারবে। কেউ যদি এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো স্ক্রিনশট নেয় তা গ্রাহককে অবহিত করবে মেটা।
রিড রিসিট নিয়ন্ত্রণ
মেসেঞ্জারে কারও মেসেজ পড়ার পর অন্যরা তা দেখতে পারে। এখন থেকে এই অপশন বন্ধ করার সুযোগ দেবে মেটা। মেসেজ দেখে ফেললেও অন্যরা তা বুঝতে পারবে না।
ছবি এবং ভিডিও উন্নয়ন
মেটা বলছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে প্রতিদিন ১৩০ কোটি ছবি এবং ভিডিও শেয়ার করে। এখন ছবি এবং ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়ার সুবিধা দেওয়া হবে। ছবির ও ভিডিওয়ের মানও উন্নয়ন করেছে মেটা। এর সঙ্গে মেসেঞ্জারে মজাদার লেআউট যুক্ত করা হবে। ব্যবহারকারীরা সংগ্রহে থাকা কোনো ফটো বা ভিডিওয়ের প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ফিচার যুক্ত করেছে মেটা। সামনের মাসগুলোতে ফিচারগুলো ধীরে ধীরে ছাড়া হবে।
কোম্পানিটি একটি ছোট গ্রুপের মধ্যে এইচডি মিডিয়া ও ফাইল শেয়ার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে। আগামী মাসে ফিচারগুলো আরও বড় গ্রুপের মধ্যে পরীক্ষা করা হবে।
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
৮ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
১১ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
১৩ ঘণ্টা আগে