লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। আজ তৃতীয় দিনে মাঠে নামছে বার্সেলোনাও। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হবে জার্মান কোচ হান্সি ফ্লিকের। তবে অভিষেকটা আরেকটু পিছিয়ে যাচ্ছে দানি ওলমোর। তাঁকে ছাড়াই লামিনে ইয়ামাল-আলেহান্দ্রো বালদেদের মতো তরুণদের নিয়ে লিগ পুনরুদ্ধার অভিযান শুরু করবেন কাতালান জায়ান্টরা।
লা মাসিয়ায় বেড়ে উঠলেও বার্সার মূল দলে খেলার সুযোগ হয়নি ওলমোর। এখন সেই সুযোগের দোরগোড়ায় তিনি। গত জুনে স্পেনকে ইউরো জেতানোর পথে দারুণ ভূমিকা রেখে লাইপজিগ ছেড়ে ক্যাম্প ন্যুয়ে ফিরেছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার। তবে শারীরিকভাবে এখনো ফিট না হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাঁকে দলের বাইরে রাখছেন ফ্লিক, ‘আগামীকালের (আজ) জন্য সে যথেষ্ট শারীরিক অবস্থায় নেই। সে দেরিতে অনুশীলন শুরু করেছে।’
আন্তর্জাতিক বিরতি শেষ হলেও এখনো বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি বার্সা। তাঁদের অনেকে ভুগছেন চোটে। লিগের জন্য এখনো কয়েকজনের নিবন্ধন করা বাকি। তবে ইউরোতে চোটে পড়া পেদ্রি ও আলো ছড়ানো লামিনেকে আজকের ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী ফ্লিক, ‘পেদ্রি স্পেশাল খেলোয়াড়। সে ম্যাচ পাল্টে দিতে পারে। আগামীকাল (আজ) দ্বিতীয়ার্ধের জন্য বিকল্প হতে পারে সে। আগামীকাল (আজ) খেলবে লামিনেও।’
বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হওয়ার পর জার্মানির দায়িত্ব নিয়েছিলেন ফ্লিক। তবে জার্মানদের স্বরূপে ফেরাতে পারেননি। বার্সার কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত মৌসুমের পর পদত্যাগ করা জাভির স্থলাভিষিক্ত হয়ে ক্যাম্প ন্যুয়ে এসেছেন জার্মান কোচ। আর ক্যারিয়ারে নতুন লিগ বলেই প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক ফ্লিক, ‘আমি সত্যিই ম্যাচটির জন্য মুখিয়ে। জানি, ভ্যালেন্সিয়ায় এটা সব সময় কঠিন। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আক্রমণ পছন্দ করে, সুতরাং আমাদেরও রক্ষণ ও গোলের জায়গায় চোখ রাখতে হবে।’
লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। আজ তৃতীয় দিনে মাঠে নামছে বার্সেলোনাও। মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগায় অভিষেক হবে জার্মান কোচ হান্সি ফ্লিকের। তবে অভিষেকটা আরেকটু পিছিয়ে যাচ্ছে দানি ওলমোর। তাঁকে ছাড়াই লামিনে ইয়ামাল-আলেহান্দ্রো বালদেদের মতো তরুণদের নিয়ে লিগ পুনরুদ্ধার অভিযান শুরু করবেন কাতালান জায়ান্টরা।
লা মাসিয়ায় বেড়ে উঠলেও বার্সার মূল দলে খেলার সুযোগ হয়নি ওলমোর। এখন সেই সুযোগের দোরগোড়ায় তিনি। গত জুনে স্পেনকে ইউরো জেতানোর পথে দারুণ ভূমিকা রেখে লাইপজিগ ছেড়ে ক্যাম্প ন্যুয়ে ফিরেছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার। তবে শারীরিকভাবে এখনো ফিট না হওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাঁকে দলের বাইরে রাখছেন ফ্লিক, ‘আগামীকালের (আজ) জন্য সে যথেষ্ট শারীরিক অবস্থায় নেই। সে দেরিতে অনুশীলন শুরু করেছে।’
আন্তর্জাতিক বিরতি শেষ হলেও এখনো বেশ কয়েকজন খেলোয়াড়কে পায়নি বার্সা। তাঁদের অনেকে ভুগছেন চোটে। লিগের জন্য এখনো কয়েকজনের নিবন্ধন করা বাকি। তবে ইউরোতে চোটে পড়া পেদ্রি ও আলো ছড়ানো লামিনেকে আজকের ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী ফ্লিক, ‘পেদ্রি স্পেশাল খেলোয়াড়। সে ম্যাচ পাল্টে দিতে পারে। আগামীকাল (আজ) দ্বিতীয়ার্ধের জন্য বিকল্প হতে পারে সে। আগামীকাল (আজ) খেলবে লামিনেও।’
বায়ার্ন মিউনিখ থেকে ছাঁটাই হওয়ার পর জার্মানির দায়িত্ব নিয়েছিলেন ফ্লিক। তবে জার্মানদের স্বরূপে ফেরাতে পারেননি। বার্সার কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গত মৌসুমের পর পদত্যাগ করা জাভির স্থলাভিষিক্ত হয়ে ক্যাম্প ন্যুয়ে এসেছেন জার্মান কোচ। আর ক্যারিয়ারে নতুন লিগ বলেই প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক ফ্লিক, ‘আমি সত্যিই ম্যাচটির জন্য মুখিয়ে। জানি, ভ্যালেন্সিয়ায় এটা সব সময় কঠিন। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা আক্রমণ পছন্দ করে, সুতরাং আমাদেরও রক্ষণ ও গোলের জায়গায় চোখ রাখতে হবে।’
গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার—আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের গত এক বছর ধরে এভাবেই ভড়কে দিচ্ছেন নাহিদ রানা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিংয়ের সামনে হাঁসফাঁস করেছে জিম্বাবুয়েকে। তবে সিরিজ ধরে রাখার মিশনে বাংলাদেশ পাচ্ছে না ২২ বছর বয়সী এই পেসারকে।
১ ঘণ্টা আগেকোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রুদিগার এবং তাঁর সতীর্থ লুকাস ভাসকেস। তাঁরা বদলি হয়ে ডাগ আউটে থেকেই রেফারির সিদ্ধান্তে তীব্র...
১ ঘণ্টা আগেপ্রথম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। টেস্টে তুলনামূলক অনভিজ্ঞ দল হলেও সেশন ধরে ধরে খেলার প্রক্রিয়াটাই কাজে লাগিয়ে সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করবেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন।
২ ঘণ্টা আগেতাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুসহ নানা ঘটনায় গত কদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টালমাটাল অবস্থা। এমন পরিস্থিতিতে বিসিবি আজ বিকেলে একটি জরুরি সভা ডেকেছে।
২ ঘণ্টা আগে