নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বড়দিন উপলক্ষে আয়োজিত একটি আনন্দ অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৩৫ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আফ্রিকার দেশ মোজাম্বিকে গত অক্টোবরে জাতীয় নির্বাচনে ভোট কারচুপির পর থেকে বিক্ষোভ ও সহিংসতা সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন দল ফ্রেলিমো নির্বাচনে জালিয়াতি করেছে বলে অভিযোগ উঠেছে। প্রধান বিরোধী প্রার্থী ভেনান্সিও মন্ডলেনের সমর্থকরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেছেন, যা ক্রমেই ছড়িয়ে পড়ছে।
হাইতি সরকারকে এ ঘটনার তদন্ত এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আল–জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এই গণহত্যাকে ‘অসহনীয় নিষ্ঠুরতা’ বলে নিন্দা জানিয়েছে হাইতির সরকার।
রোগটির প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা হয়েছে কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়াঙ্গো প্রদেশের পানজি অঞ্চল। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে সবগুলো মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে এই রোগের প্রথম রিপোর্ট সম্ভবত অক্টোবরের শেষের দিকে পাওয়া গিয়েছিল।
দক্ষিণ-পশ্চিম আফ্রিকা পিপলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) নেত্রী নেতুম্বো নন্দি নদাইতওয়া নামিবিয়ার নতুন প্রসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ৭২ বছর বয়সী নন্দি নদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রসিডেন্ট। দায়িত্ব নিলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী প্রসিডেন্ট।
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫৬ জন নিহতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গতকাল রোববার এনজেরেকোরে শহরে এ ঘটনা ঘটে।
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই আহত হয়েছেন আরও অনেকে...
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে ১৭ মিলিয়ন ডলার চুরি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ। চুরি হওয়া অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
সেন্ট্রাল আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির আর্থিক তদন্ত সংস্থার পরিচালক বালতাজার অ্যাবাং এনগোঙ্গাকে অনেকেই ‘বেলো’ নামেও ডাকেন। ইতালি এবং স্প্যানিশ ভাষায় মূলত সুপুরুষ ব্যক্তিদের নির্দেশ করতে এই ডাকনামটি ব্যবহার করা হয়।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত নামাকুয়াল্যান্ডের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূগর্ভস্থ পানির লবণাক্ততা নিয়ে তদন্ত করছিলেন স্টেলেনবোশ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এটি করতে গিয়েই তাঁরা ৩৪ হাজার বছরের পুরোনো একটি উইপোকার ঢিবি আবিষ্কার করেছেন।
দক্ষিণ সুদানের সঙ্গে সীমান্তবর্তী উগান্ডার পালাবেক শরণার্থীশিবিরে প্রায় ৮০ হাজার মানুষ বসবাস করে। এসব মানুষের বেশির ভাগ দক্ষিণ সুদান থেকে এসে আশ্রয় নিয়েছে। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ শেষ হলেও দেশটিতে এখনো অস্থিতিশীলতা বিরাজ করছে।
আফ্রিকার দেশ বতসোয়ানার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ‘বতসোয়ানা ডেমোক্র্যাটিক পার্টি’ প্রায় ছয় দশক ক্ষমতায় থাকার পর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। প্রেসিডেন্ট মোকগুইতসি মাসিসি পরাজয় মেনে নিয়ে ‘সরে দাঁড়াবেন’ বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ৫৮ বছর পর বতসোয়ানায় ক্ষমতার পালাবদল ঘটছে।
মোট ৭৬ জন প্রতিবাদকারীর বিরুদ্ধে ১০টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে: রাষ্ট্রদ্রোহ, সম্পদ ধ্বংস, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং বিদ্রোহ। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে শিশুদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় ১২৪ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দেশটির এল-গাজিরা রাজ্যের একটি গ্রামে এ হামলা হয়।
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। স্থানীয় সময় গতকাল বুধবার নাইজেরিয়ার জিগাওয়া প্রদেশের একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটি জাতীয় জরুরি সেবা বিভাগের জিগাওয়া ইউনিট প্রাণহানির
মাত্র ১৪ বছর বয়সে পরিবেশগত সক্রিয়তার জন্য আন্তর্জাতিকভাবে প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কেনিয়ার মেয়ে এলিয়ান ওয়ানজিকু ক্লিস্টুন। পরিবেশবাদী এমন কর্মকাণ্ডের জন্য দেশটির নোবেল বিজয়ী প্রয়াত রাজনীতিবিদ ওয়াঙ্গারি মাথাই হলেন তাঁর অনুপ্রেরণা।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটি থেকে জ্বালানি সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে।