বেতাগীতে ঝূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে নিহত ১

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image

বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে আশ্রাব আলী (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কিসমত ছোট মোকামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বতটলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি কাঠমিস্ত্রীর কাজ করতেন। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে চাম্বল গাছের ডাল ভেঙ্গে আশ্রাব আলীর ওপরে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিঞ্জর কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বাবা ঝড়ের ভেতরেই পানের বরজে কাজ করতে বের হয়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে গাছের ডাল ভেঙে পড়ে তার মাথায় আঘাত লাগে। আমি খবর শুনে হাতপাতালে যাই।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত