Ajker Patrika

ঝালকাঠিতে আজ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের প্রথম ডোজ

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৮: ০৩
ঝালকাঠিতে আজ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের প্রথম ডোজ

ঝালকাঠিতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা ফাইজারের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে জেলার শিল্পকলা একাডেমি ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে টিকা দেওয়া শুরু হয়। 

জানা যায়, ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় গতকাল মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জনকে সিনোফার্ম ও ২১ হাজার ২৮২ জনকে এস্ট্রাজেনেকার টিকা প্রদান করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জনকে ফাইজারের প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এ নিয়ে জেলায় পঁঅচ মাসে ২ লাখ ৬৩ হাজার ৪৯৯ জনকে টিকা প্রদান করা হয়েছে। সিনোফার্মের টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে এগিয়ে রয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজে টিকা গ্রহণের ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে রয়েছে। 

ঝালকাঠি জেলায় ২ লাখ ২৮ হাজার ৭৫৭ জন সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৩৯ জন ও পুরুষ ১ লাখ ৬ হাজার ১১৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ লাখ ৬৯ হাজার ৭১১ জনের মধ্যে নারী টিকা গ্রহণকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৩০ এবং পুরুষ ৮০ হাজার ৫৮১। গত ১৩ অক্টোবর থেকে জেলায় ফাইজারের টিকা প্রদানের পর থেকে ৭ হাজার ১৫৪ জন নারী এবং ৬ হাজার ৩০৬ জন পুরুষ টিকা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জেলায় সিনোফার্মের ১ লাখ ৮ হাজার ৯৩২ এবং ফাইজারের ২৬ হাজার ৩৮৮টি টিকা মজুত রয়েছে।

এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, আজ ২ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কলেজ কর্তৃপক্ষ সব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে না পারায় যারা করেছে, টিকা প্রদানের সময় তাদের প্রবেশপত্র ও জন্মনিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে। 

সিভিল সার্জন আরও বলেন, ফাইজারের টিকা প্রদানের জন্য এসি রুমের প্রয়োজন হয়। তাই সব স্থানে টিকাকেন্দ্র খোলা যায় না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত