Ajker Patrika

মিধিলির আঘাতে পটুয়াখালীতে ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা, নৌযান চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ২১: ১৫
মিধিলির আঘাতে পটুয়াখালীতে ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা, নৌযান চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে পটুয়াখালীতে ঘরবাড়ি-গাছপালার তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, আমনখেতের ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই অঞ্চলের কৃষকেরা। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত করেনি কৃষি অধিদপ্তর। এ ছাড়া জেলায় নৌপথে যান চলাচল বন্ধ রয়েছে। 

পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘জেলায় এখন মাঠে ১ লাখ ৯১ হাজার ১১৯ হেক্টর জমিতে আমন ধান আছে। এরমধ্যে পাঁচ ভাগ ধান পেকেছে, যা কৃষক কাটা শুরু করেছে। ২০ ভাগ ধান আধা পাকা। এ ছাড়া ৭৫ ভাগ ধানের শিষে ফুল আছে, ঝড়-বৃষ্টিতে এসব শিষে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকান্দার মিয়া বলেন, ‘ধানে ফুল এসেছে এই সময়ে অতিবৃষ্টি ও বাতাসের কারণে ধানের চিটা ঝরে যাবে। ধান যখন ঘরে তোলা হবে তখন ধানের বদলে চিটা বেশি পাওয়া যাবে। বর্তমানে বেশি ঝড়-বৃষ্টি হওয়ায় ধান পানিতে ডুবে আছে। এতে কৃষি জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে পটুয়াখালী-ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, মিধিলির প্রভাবে ঝোড়ো-বাতাস থাকায় ঢাকা-পটুয়াখালীসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। 

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে পটুয়াখালীতে প্রবল বৃষ্টি হয়েছে বলে জানান পটুয়াখালীর আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মাহবুবা সুখী। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২০১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত নামিয়ে এখন ৩ নম্বর সংকেত জারি করা হয়েছে।’ 

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, বেশ কিছু গাছপালার ক্ষতি হয়েছে। এ ছাড়া আমনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত