নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু।
তিনি বলেছেন, ‘এখানে তো আমরা নিজেরা নিজেরা ভোটে আছি। তারপরও আওয়ামী লীগের কতিপয় নেতা হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’
আজ শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাজু সংবাদ সম্মেলনে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন একজন সজ্জন ব্যক্তি। তিনি কখনোই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না বলে আমি বিশ্বাস করি।
‘তবে অতি উৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী এমন গর্হিত কর্মকাণ্ড করছেন। যা ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। রিটার্নি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছি।’
রাজু বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে নিজেরা নিজেরা বলতে কী বোঝানো হয়েছে এ প্রসঙ্গে রাজু বলেন, ‘এবারের ভোট হচ্ছে একধরনের বিশেষ প্যাটার্নে।’
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফাইয়াজুল হক রাজু।
তিনি বলেছেন, ‘এখানে তো আমরা নিজেরা নিজেরা ভোটে আছি। তারপরও আওয়ামী লীগের কতিপয় নেতা হিন্দু ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।’
আজ শুক্রবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রাজু সংবাদ সম্মেলনে বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন একজন সজ্জন ব্যক্তি। তিনি কখনোই এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেন না বলে আমি বিশ্বাস করি।
‘তবে অতি উৎসাহী হয়ে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কতিপয় নেতা-কর্মী এমন গর্হিত কর্মকাণ্ড করছেন। যা ৭ জানুয়ারির নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছি। রিটার্নি কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমার কিছু ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কে রয়েছি।’
রাজু বলেন, ‘সাধারণ ভোটাররা আমাকে ভোট দিতে চাইছে। কিন্তু এখানে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের নেতারা ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ভোটারদের ভয় দেখাচ্ছেন। ভোটে নিজেরা নিজেরা বলতে কী বোঝানো হয়েছে এ প্রসঙ্গে রাজু বলেন, ‘এবারের ভোট হচ্ছে একধরনের বিশেষ প্যাটার্নে।’
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে