কাজের কথা বলে কুমিল্লায় ডেকে এনে হত্যার পর মাটিচাপা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৩৪

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় মাটিচাপা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দেবীদ্বার থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। 

এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি পুলিশের কাছে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা। 

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে। 

নোয়াজ আলীর বরাতে পুলিশ জানায়, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। সেই সময়ে তাঁর (নোয়াজ) ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তিনি ধারণা করেন, কবিরাজের মাধ্যমে তাবিজ করে তাঁর ছেলেকে মেরেছে নুরুল। পুত্রশোকে তাঁর স্ত্রীও মারা যান। 

সেই ঘটনার সূত্র ধরে প্রতিশোধ পরায়ণ হয়ে গত শনিবার কাজের কথা বলে নুরুলকে কুমিল্লার দেবীদ্বারে ডেকে নিয়ে আসেন নোয়াজ। তারপর গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নুরুলকে পিটিয়ে হত্যা করেন নোয়াজ। হত্যা করে মাটিতে লাশ পুঁতে ফেলেন তিনি। 

cumilla-2আজ শুক্রবার সকালে মাটিচাপা স্থানে মানুষের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে নুরুলের লাশ উদ্ধার করে। 

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার পথে তাঁকে আটক করে স্থানীয়রা। 

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) শাহিনুল ইসলাম জানান, নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। সে হত্যার দায় স্বীকার করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত