Ajker Patrika

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২২ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৬: ৪৭
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২২ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২২ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. হান্নান ব্যাপারী (২৪), মোতালেব (৩৫), আরিফ হোসেন বেপারী (২৪), মো. রসুল খাঁ (২০), শাহীন খান (২৩), নুর আলম (২০), মেহেদী (১৮), আব্দুল কাদির (১৮), সানাউল্লাহ দর্জি (৪৫), আ. কাদির (১৮), শাহ আলম ব্যাপারী (৩২), নাজমুল হোসেন (১৮) ও বিল্লাল হোসেন (২০)। অপ্রাপ্ত বয়স্ক ৯ জেলেকে ছেড়ে দেওয়া হয়।

ওসি কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামসহ নৌ পুলিশ সদস্যরা অংশ নেন। জাল আগুনে পুড়িয়ে নষ্ট এবং নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত