মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
সরকারি চিনিকলগুলো দেশের চাহিদার খুবই সামান্য চিনি উৎপাদন করলেও এগুলো টিকিয়ে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ শনিবার সকালে ফরিদপুর চিনিকলের আখচাষি, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মানসম্পন্ন আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেছেন, ‘বর্তমান সরকার চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। দেশের মানুষের প্রয়োজনেই চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। সরকারি চিনিকলগুলো দেশের চাহিদার খুবই যৎসামান্য চিনি উৎপাদন করে। এরপরও এগুলো টিকিয়ে রাখার বিকল্প নেই। কারণ সরকারি চিনিকলগুলো বন্ধ হলে বেসরকারি খাতে সব চলে যাবে। চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন।’
সভায় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন, ‘সরকারি মিলগুলোতে চিনি উৎপাদন কম হওয়ায় গড় খরচ বেড়ে যায়। খরচ কমাতে চিনির উৎপাদন বাড়াতে হবে। সরকার চিনিতে যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে আখ উৎপাদন ও চিনি আহরণের হার বাড়াতে হবে।’
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে সুগার মিলের প্রশিক্ষণ ভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, আখচাষি মো. আনোয়ার হোসেন।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সঞ্চালনায় মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মকর্তা, সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীসহ আখচাষিরা উপস্থিত ছিলেন।
সরকারি চিনিকলগুলো দেশের চাহিদার খুবই সামান্য চিনি উৎপাদন করলেও এগুলো টিকিয়ে রাখার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পসচিব জাকিয়া সুলতানা। আজ শনিবার সকালে ফরিদপুর চিনিকলের আখচাষি, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে মানসম্পন্ন আখ উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেছেন, ‘বর্তমান সরকার চিনি শিল্পকে টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর। দেশের মানুষের প্রয়োজনেই চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। সরকারি চিনিকলগুলো দেশের চাহিদার খুবই যৎসামান্য চিনি উৎপাদন করে। এরপরও এগুলো টিকিয়ে রাখার বিকল্প নেই। কারণ সরকারি চিনিকলগুলো বন্ধ হলে বেসরকারি খাতে সব চলে যাবে। চিনির বাজার নিয়ন্ত্রণ করতে সরকারি চিনিকলগুলো চালু রাখা ও উৎপাদন বাড়ানো প্রয়োজন।’
সভায় উপস্থিত ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেন, ‘সরকারি মিলগুলোতে চিনি উৎপাদন কম হওয়ায় গড় খরচ বেড়ে যায়। খরচ কমাতে চিনির উৎপাদন বাড়াতে হবে। সরকার চিনিতে যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে আখ উৎপাদন ও চিনি আহরণের হার বাড়াতে হবে।’
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মো. আরিফুর রহমান অপুর সভাপতিত্বে সুগার মিলের প্রশিক্ষণ ভবনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, আখচাষি মো. আনোয়ার হোসেন।
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সঞ্চালনায় মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবির, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটু, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্মকর্তা, সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীসহ আখচাষিরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খাদে পড়ে যাওয়া ট্রাকে থাকা চালকের সহকারী সজিব (১৮) ও চালকের বন্ধু
১ ঘণ্টা আগে৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
১০ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
১০ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
১০ ঘণ্টা আগে