ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে আন্তঃগামী ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার রেলপথ অবরোধ করেন কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় কারওয়ান বাজার ও মহাখালী রেলগেট এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা রেললাইনের ওপরে কাঠের বিভিন্ন গুঁড়ি ও বাঁশ ফেলে অবরোধ করে রাখেন।

এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ছাড়া রেল ক্রসিংয়ের ব্যারিকেডের গেট ফেলে অবরুদ্ধ করে রাখা হয়। এতে রেলগেট দিয়ে কোনো যানবাহনও চলাচল করতে পারেনি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত