Ajker Patrika

গাজীপুরে পুলিশের সোর্সের হাতের কব্জি কর্তন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে পুলিশের সোর্সের হাতের কব্জি কর্তন

গাজীপুর মহানগরীতে বাসা থেকে ডেকে এনে মাসুদ নামের পুলিশের এক সোর্সের কবজি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গতকাল শনিবার ভোরে মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকার একটি পোশাক কারখানার পেছনে এ ঘটনা ঘটে।

মাসুদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চারতলা এলাকায়। বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। সেখানে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন মাসুদ। এর সূত্র ধরে কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সুমন ও আসলাম নামের দুজনকে গ্রেপ্তারে বিষয়ে পুলিশকে সহায়তা করেন মাসুদ। পরে সুমন ও আসলাম জেল থেকে বের হয়ে এসে তোতলা ফজলুর সহায়তায় মাসুদকে বাসা থেকে ডেকে ঘটনাস্থলে আনেন। এ সময় মাসুদকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখমের পাশাপাশি তাঁর হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করা হয়। পরে বিচ্ছিন্ন হাতের কবজি এবং একটি রামদা বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখে অভিযুক্তরা।

বাসন থানার উপপরিদর্শক মতিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত হাত দিয়ে ফেরাতে গেলে মাসুদের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর স্বজনদের এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। সম্ভবত রোববার (আজ) তাঁরা অভিযোগ দিতে পারেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত