নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে ভেতরে কতজন আটকা আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্বজনদের বরাতে ১৬০ জন নিখোঁজের কথা বলা হলেও পরে সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।
আজ সোমবার বিকেলে নিখোঁজদের স্বজনদের বরাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেছিলেন, ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে। তবে সন্ধ্যায় নিখোঁজদের তালিকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সন্ধ্যা সোয়া ৭টায় প্রেস ব্রিফিংয়ে রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো তালিকা করিনি, এটা প্রশাসনের দায়িত্ব। আপনাদের কাছে কীভাবে তথ্য গেল সেটা জানা নেই। যাঁদের আপনারা লিখতে দেখেছেন, তাঁদের কাছে জিজ্ঞেস করতে পারেন।’
এদিকে ঘটনাস্থলে অসংখ্য মানুষ অবস্থান করছেন। তাঁরা দাবি করছেন, ভেতরে তাঁদের স্বজনেরা আটকা আছেন।
রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’
এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এল। তবে ভেতরে কতজন আটকা আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্বজনদের বরাতে ১৬০ জন নিখোঁজের কথা বলা হলেও পরে সে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়।
আজ সোমবার বিকেলে নিখোঁজদের স্বজনদের বরাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেছিলেন, ১৬০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে। তবে সন্ধ্যায় নিখোঁজদের তালিকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সন্ধ্যা সোয়া ৭টায় প্রেস ব্রিফিংয়ে রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো তালিকা করিনি, এটা প্রশাসনের দায়িত্ব। আপনাদের কাছে কীভাবে তথ্য গেল সেটা জানা নেই। যাঁদের আপনারা লিখতে দেখেছেন, তাঁদের কাছে জিজ্ঞেস করতে পারেন।’
এদিকে ঘটনাস্থলে অসংখ্য মানুষ অবস্থান করছেন। তাঁরা দাবি করছেন, ভেতরে তাঁদের স্বজনেরা আটকা আছেন।
রেজাউল করিম বলেন, ‘আমাদের প্রধান ও একমাত্র টার্গেট আগুন নেভানো। ভেতরে প্রবেশের পরে আমরা বুঝতে পারব আদৌও কেউ মারা গেছে কি না। যদি কেউ মারা যায়, তাঁদের মরদেহ উদ্ধারে আমাদের অভিযান চলবে।’
এর আগে গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর এলেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।
লুটপাটের একপর্যায়ে এক পক্ষকে ভেতরে রেখে আরেক পক্ষ আগুন ধরিয়ে দেয় বলে দাবি করছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
নোয়াখালীর বেগমগঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খাদে পড়ে যাওয়া ট্রাকে থাকা চালকের সহকারী সজিব (১৮) ও চালকের বন্ধু
১ ঘণ্টা আগে৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
১০ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
১০ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
১০ ঘণ্টা আগে