টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম সারোয়ার হোসেন (২৫)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। পেশায় একজন নির্মাণশ্রমিক সারোয়ার টঙ্গীর পাগাড় এলাকার জনৈক সোহেলের বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।
নিহতের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে সারোয়ারের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন তাঁর বন্ধু ওমর ফারুক। পরে বেশ কয়েকবার টাকা ফেরত চাইলেও ওমর ফারুক দেননি। গতকাল বুধবার রাতে আবারও টাকা ফেরত চাওয়ার পর সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে আঘাত করে পালিয়ে যান ওমর ফারুক। গুরুতর আহতাবস্থায় সারোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে টঙ্গীর পাগাড় নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম সারোয়ার হোসেন (২৫)। তিনি গাইবান্ধা জেলার সদর থানার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। পেশায় একজন নির্মাণশ্রমিক সারোয়ার টঙ্গীর পাগাড় এলাকার জনৈক সোহেলের বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।
নিহতের বন্ধুদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক মাস আগে সারোয়ারের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন তাঁর বন্ধু ওমর ফারুক। পরে বেশ কয়েকবার টাকা ফেরত চাইলেও ওমর ফারুক দেননি। গতকাল বুধবার রাতে আবারও টাকা ফেরত চাওয়ার পর সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে বুকে, পেটে ও হাতে আঘাত করে পালিয়ে যান ওমর ফারুক। গুরুতর আহতাবস্থায় সারোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রুম্মান টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
নোয়াখালীর বেগমগঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খাদে পড়ে যাওয়া ট্রাকে থাকা চালকের সহকারী সজিব (১৮) ও চালকের বন্ধু
৭ মিনিট আগে৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৯ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৯ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৯ ঘণ্টা আগে