রাসেল মাহমুদ, ঢাকা
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসার মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে ছিলেন ৬০ বছর বয়সী মায়া ইসলাম। সেখানে ছিলেন তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান ও সাত বছর বয়সী নাতি মুসা খানও। সে সময় বাসার বাইরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে লুটিয়ে পড়েন শিশু মুসা খান ও তার দাদি মায়া।
স্বজনেরা জানান, শিশু মুসার পেছনেই দাঁড়ানো ছিলেন মায়া। একটি গুলি এসে মুসার মাথার ওপরের অংশ ভেদ করে তার দাদির পেটে লাগে। এতে দুজনেই গুরুতর আহত হন। পাশে থাকা মোস্তাফিজুর ছেলে মুসা খানকে নিয়ে ছোটেন হাসপাতালে। মায়া ইসলামকে উদ্ধার করে প্রথমে বনশ্রী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। আর ঢাকা মেডিকেলেই মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু মুসা। সে বনশ্রীর একটি স্কুলে ইংরেজি মাধ্যমে নার্সারিতে পড়ে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় ১৯ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান রাজধানীর মালিবাগ বাজারে ইলেকট্রনিকের একটি দোকান চালান। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মুসার বাবা মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পর মুসার মাথায় অস্ত্রোপচার করা হয়। তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চেতনা ফেরার পর ওয়ার্ডে দেওয়া হলেও সে কথা বলতে পারছে না।
মোস্তাফিজুর রহমান আরও জানান, তাঁর মা মায়া ইসলামকে প্রথমে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেন পথচারীরা। পরদিন সকালে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসার মূল ফটকের ভেতরে দাঁড়িয়ে ছিলেন ৬০ বছর বয়সী মায়া ইসলাম। সেখানে ছিলেন তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান ও সাত বছর বয়সী নাতি মুসা খানও। সে সময় বাসার বাইরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে লুটিয়ে পড়েন শিশু মুসা খান ও তার দাদি মায়া।
স্বজনেরা জানান, শিশু মুসার পেছনেই দাঁড়ানো ছিলেন মায়া। একটি গুলি এসে মুসার মাথার ওপরের অংশ ভেদ করে তার দাদির পেটে লাগে। এতে দুজনেই গুরুতর আহত হন। পাশে থাকা মোস্তাফিজুর ছেলে মুসা খানকে নিয়ে ছোটেন হাসপাতালে। মায়া ইসলামকে উদ্ধার করে প্রথমে বনশ্রী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। আর ঢাকা মেডিকেলেই মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু মুসা। সে বনশ্রীর একটি স্কুলে ইংরেজি মাধ্যমে নার্সারিতে পড়ে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের সময় ১৯ জুলাই বেলা সাড়ে ৩টার দিকে দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। মোস্তাফিজুর রহমান রাজধানীর মালিবাগ বাজারে ইলেকট্রনিকের একটি দোকান চালান। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।
গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মুসার বাবা মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার পর মুসার মাথায় অস্ত্রোপচার করা হয়। তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। চেতনা ফেরার পর ওয়ার্ডে দেওয়া হলেও সে কথা বলতে পারছে না।
মোস্তাফিজুর রহমান আরও জানান, তাঁর মা মায়া ইসলামকে প্রথমে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেন পথচারীরা। পরদিন সকালে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৮ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৮ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৯ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে