গুলিস্তানে হকার উচ্ছেদ: পার্কে লুকানো ভ্যানের খোঁজে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৬: ২৬
Thumbnail image
গুলিস্তানের শহীদ মতিউর পার্ক থেকে অন্তত ৫ শতাধিক ভ্যান জব্দ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলিস্তানে রাস্তায় ভ্যানে করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন হকারেরা। এসব ভ্যান বা গাড়িগুলো পুলিশের অভিযানের সময় লুকিয়ে রাখেন তারা। সেসব লুকিয়ে রাখা ভ্যান বা গাড়ির উদ্ধারে গুলিস্তানের শহীদ মতিউর পার্কে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে অন্তত ৫ শতাধিক ভ্যান জব্দ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার নজমুল হাসান বলেন, ‘গুলিস্তানে আমরা দিনে ৪ বার অভিযান চালাই। কিন্তু অভিযানে এসে রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় না। পরবর্তীতে আমরা তথ্য পাই-অভিযানে আসলে হকাররা গাড়িগুলো গুলিস্তানে শহীদ মতিউর পার্কে এনে রাখেন। অভিযানকারী দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসত। পরবর্তীতে আমরা সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।’

আরেক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজমুল বলেন, ‘আমরা যখন রাস্তায় অভিযান চালাই, তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়। তখন আমরা তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে, সে বিষয়ে আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না। তারা গাড়ি রাখার জন্য যে টাকা দেন, সেই টিকিট আমরা দেখেছি।’

অভিযানে ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করেছে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি, লক্কড়-ঝক্কর গাড়ি, অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিল।’

তিনি আরও বলেন, ‘এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিল। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।’

রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে, জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা নিয়মিত অভিযান করছি। আজ বিশেষ অভিযান চালিয়েছি। রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচ শত গাড়ি জব্দ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত