রামপুরা-বনশ্রী সড়ক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ-গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৪২
Thumbnail image

রাজধানীর রামপুরা-বনশ্রী সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডা‌কে সাড়া দি‌য়ে বি‌ক্ষোভ শেষে রাস্তা অবরোধ করেছেন তাঁরা। আজ শনিবার বিকেলে বনশ্রী ‘এ’ থেকে ‘সি’ ব্লক পর্যন্ত রাস্তা বন্ধ করে গ্রাফিতি আঁকতে দেখা গেছে শিক্ষার্থীদের। সড়ক অবরোধের কারণে বনশ্রী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সড়কে রংতুলিতে লেখা হয়েছে, ‘ঘর ছাড়ুন, রাস্তায় নামুন’, ’গণহত্যার বিচার চাই’, ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’।

রংতুলি হাতে সড়কে আঁকছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই নারী শিক্ষার্থী। তিনি বলেন, তাঁর বাসা বনশ্রী এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থনে তিনি রংতুলি নিয়ে মাঠে নেমেছেন।

এর আগে দুপুর ১২টার দিকে বনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন প্রধান সড়কে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের একটি অংশ যোগ দেয় বাড্ডা-রামপুরা সড়কে ইস্ট ও‌য়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। সেখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী।

বেলা ৩টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাড্ডা ক্যাম্পাসের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল জাতীয় শহীদ মিনারের অভিমুখে যাত্রা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত