নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নারী নির্যাতন প্রতিরোধ নির্ভর করে না। নারীকে কেন্দ্র করে পুরুষের মানসিকতা বদলাতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যথায় নারীমুক্তি আসবে না।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীপক্ষের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভা সঞ্চালনা করেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস। সংগঠনের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন নিয়ে উপস্থাপনা তুলে ধরেন নারীপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক সামিয়া আফরীন ও কামরুন নাহার। ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারী অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিভিন্ন পর্যায়ে নারীপক্ষ যেসব কাজ করেছে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় কামরুন নাহার বলেন, যে সময় নারীর ওপর পারিবারিক নির্যাতন নিয়ে কেউ কথা বলত না, তখন থেকে নারীপক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করছে। নারীপক্ষের কাজের অভিজ্ঞতা বলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নারী নির্যাতন প্রতিরোধ নির্ভর করে না।
সভায় বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, গণমাধ্যম নারী-পুরুষ নির্বিশেষে সংবাদ প্রকাশ করে। তারপরও এখনো কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যে দিয়েই জনসাধারণের মধ্যে নারী আন্দোলনের গুরুত্ব ও ইতিবাচকতা ছড়িয়ে পড়বে।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আশির দশকের তুলনায় বর্তমানে রাষ্ট্র ও সমাজ নারীর জন্য আরও কঠিন যুদ্ধ ক্ষেত্র। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে, দেশ নারীবান্ধব হয়েছে কিনা সে বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার অর্জনে নারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।’
সমাপনী বক্তব্যে নারীপক্ষের আন্দোলন সম্পাদক সাফিয়া আজীম বলেন, নারীর পোশাক নিয়ে আজকাল রাজনীতি চলছে। নারীকে কেন্দ্র করে পুরুষের মানসিকতা বদলাতে হবে। যত দিন পর্যন্ত পুরুষের মানসিকতায় পরিবর্তন আসবে না, তত দিন পর্যন্ত নারীমুক্তি আসবে না।
আলোচনায় আরও অংশ নেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় গণমাধ্যমের প্রতিনিধিরা নারী আন্দোলনে নারীপক্ষের ভূমিকা, সাফল্য গাথা এবং নারী আন্দোলনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নারী নির্যাতন প্রতিরোধ নির্ভর করে না। নারীকে কেন্দ্র করে পুরুষের মানসিকতা বদলাতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যথায় নারীমুক্তি আসবে না।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীপক্ষের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভা সঞ্চালনা করেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস। সংগঠনের ৪০ বছরের পথচলার অভিজ্ঞতা ও অর্জন নিয়ে উপস্থাপনা তুলে ধরেন নারীপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক সামিয়া আফরীন ও কামরুন নাহার। ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারী অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিভিন্ন পর্যায়ে নারীপক্ষ যেসব কাজ করেছে তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় কামরুন নাহার বলেন, যে সময় নারীর ওপর পারিবারিক নির্যাতন নিয়ে কেউ কথা বলত না, তখন থেকে নারীপক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করছে। নারীপক্ষের কাজের অভিজ্ঞতা বলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নারী নির্যাতন প্রতিরোধ নির্ভর করে না।
সভায় বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, গণমাধ্যম নারী-পুরুষ নির্বিশেষে সংবাদ প্রকাশ করে। তারপরও এখনো কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যে দিয়েই জনসাধারণের মধ্যে নারী আন্দোলনের গুরুত্ব ও ইতিবাচকতা ছড়িয়ে পড়বে।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘আশির দশকের তুলনায় বর্তমানে রাষ্ট্র ও সমাজ নারীর জন্য আরও কঠিন যুদ্ধ ক্ষেত্র। গণমাধ্যম প্রতিনিধি হিসেবে, দেশ নারীবান্ধব হয়েছে কিনা সে বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা সকল ক্ষেত্রে নারীর সমঅধিকার অর্জনে নারী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।’
সমাপনী বক্তব্যে নারীপক্ষের আন্দোলন সম্পাদক সাফিয়া আজীম বলেন, নারীর পোশাক নিয়ে আজকাল রাজনীতি চলছে। নারীকে কেন্দ্র করে পুরুষের মানসিকতা বদলাতে হবে। যত দিন পর্যন্ত পুরুষের মানসিকতায় পরিবর্তন আসবে না, তত দিন পর্যন্ত নারীমুক্তি আসবে না।
আলোচনায় আরও অংশ নেন—দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা, দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। সভায় গণমাধ্যমের প্রতিনিধিরা নারী আন্দোলনে নারীপক্ষের ভূমিকা, সাফল্য গাথা এবং নারী আন্দোলনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
বাগেরহাট কারাগারে বন্দী কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবুর কাছ থেকে তিনটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার দুপুরে মেহেদী হাসান বাবুর ব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান...
১১ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
২৮ মিনিট আগেচাটমোহরে বাঙালা বহুমুখী স্কুলের শ্রেণিকক্ষ থেকে সাইদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ সোমবার লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেমনিরামপুরে টিসিবির পণ্যের দাবিতে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত মনিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে হাজারো মানুষ সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে