৩২ মাসের বকেয়া বেতন চান সালমানের প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সালমান এফ. রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী তাদের ৩২ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

‘সাইনোভিয়া ফার্মার সাধারণ শ্রমিক কর্মচারীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুত বেতন পরিশোধের আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আনা মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।

সাইনোভিয়া ফার্মার সিনিয়র টেরিটরি ম্যানেজার মো. মাহমুদ হাসান লিখিত বক্তব্যে জানান, ৩৮০ জন কর্মী সাইনোভিয়া ফার্মার স্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন। তারা ৩২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত ১২ আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিষয়টি শ্রম অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে জানানো হলেও এখনো কোনো সুরাহা হয়নি।

তিনি আরও বলেন, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের অবস্থান কর্মসূচিকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করে। কিন্তু শ্রমিকেরা এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করেন এবং জানান যে, বেতন পরিশোধের দাবি সম্পূর্ণ আইনগতভাবে বৈধ এবং আদালত কর্তৃক সমর্থিত।

মাহমুদ হাসান অভিযোগ করেন, গত ২১ সেপ্টেম্বর ম্যানেজমেন্ট সহযোগিতায় শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং মূল ফটকে তালা লাগিয়ে অফিসে প্রবেশ বাধাগ্রস্ত করে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা স্পষ্ট হয়ে যাবে।

আগামী ২৪ অক্টোবর ঢাকায় আপস মীমাংসার আরেকটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে সাইনোভিয়া ফার্মার মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মা পিএলসি এর সিনিয়র টেরিটরি ম্যানেজার সঞ্জীব চক্রবর্তীসহ অনেক কর্মকর্তা-কর্মচারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত