মারা গেলেন সেই ‘জল্লাদ’ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৪, ১১: ৩১
Thumbnail image

কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, দুর্ধর্ষ জঙ্গিনেতা বাংলা ভাইসহ যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মতো দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি কার্যকর করা আলোচিত-সমালোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ আলী। তিনি বলেন, ‘বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জল্লাদ শাহজাহান। চিকিৎসাধীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।’ 

মৃত্যুর আগে শাহজাহান হার্টের সমস্যা, রক্তচাপ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। আলোচিত এই জল্লাদ ৪৪ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাগারে থাকাকালীন প্রধান জল্লাদ হিসেবে ৩ দশকে ২৬ অপরাধীর ফাঁসি কার্যকর করেন তিনি। 

১৯৫০ সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে জন্ম নেওয়া শাহজাহান ভূঁইয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। 

নথি অনুসারে—১৯৯২ সালের ৮ নভেম্বর ডাকাতির জন্য ১২ বছর এবং ১৯৯৫ সালের ১৯ সেপ্টেম্বর অপর একটি মামলায় ডাকাতি ও হত্যার জন্য ৩০ বছরের কারাদণ্ড হয় তাঁর। এ ছাড়া, উভয় রায়ে তাঁকে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয় তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত