উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরখানের একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে হাজেরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে থানায় নিয়ে গেছে পুলিশ। হাজেরা খাতুন (৮০) উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া এলাকার বাসিন্দা। ওই বাড়ির একটি কক্ষে একাই থাকতেন তিনি। বাকি কক্ষগুলো ভাড়া দেওয়া।
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে ওজাপাড়া এলাকায় হত্যাকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে হাজেরা খাতুন নামের ওই বৃদ্ধার লাশ ঘরের মেঝেতে পাওয়া যায়। তাঁর মুখের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার আলামত সংগ্রহ করে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে এসআই মুশফিক বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধাকে গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় খুন করা হয়েছে। যে ঘরে লাশ পড়ে ছিল, সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্বজনেরা তালা ভেঙে কক্ষে ঢোকেন।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর উত্তরখানের একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে হাজেরা খাতুন নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে থানায় নিয়ে গেছে পুলিশ। হাজেরা খাতুন (৮০) উত্তরখানের মাস্টারপাড়ার ওজাপাড়া এলাকার বাসিন্দা। ওই বাড়ির একটি কক্ষে একাই থাকতেন তিনি। বাকি কক্ষগুলো ভাড়া দেওয়া।
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে ওজাপাড়া এলাকায় হত্যাকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে হাজেরা খাতুন নামের ওই বৃদ্ধার লাশ ঘরের মেঝেতে পাওয়া যায়। তাঁর মুখের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার আলামত সংগ্রহ করে রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।’
এক প্রশ্নের জবাবে এসআই মুশফিক বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধাকে গত সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় খুন করা হয়েছে। যে ঘরে লাশ পড়ে ছিল, সেটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই স্বজনেরা তালা ভেঙে কক্ষে ঢোকেন।
এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, নিহতের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে