অনলাইন ডেস্ক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুটি হত্যা মামলায় ছয় দিনের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এসব নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলার তদন্ত কর্মকর্তারা চার দিন করে আট দিনের রিমান্ডের আবেদন করেন।
যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ৩ দিনই রিমান্ড মঞ্জুর করেন।
এ দিকে যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমান ও দীপু মনিসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়। যেসব মামলায় এসব ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে সেসব মামলা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে ঘিরে দায়ের করা হয়।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুটি হত্যা মামলায় ছয় দিনের ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এসব নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকার মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন ও ওয়াসিম শেখ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলার তদন্ত কর্মকর্তারা চার দিন করে আট দিনের রিমান্ডের আবেদন করেন।
যাত্রাবাড়ী থানার জিহাদ হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত ৩ দিনই রিমান্ড মঞ্জুর করেন।
এ দিকে যাত্রাবাড়ী থানার পৃথক কয়েকটি মামলায় সালমান এফ রহমান ও দীপু মনিসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরও যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন—পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা- ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা- ৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আবার তাদের কারাগারে পাঠানো হয়। যেসব মামলায় এসব ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দেখানো হয়েছে সেসব মামলা জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে ঘিরে দায়ের করা হয়।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদের গ্রেপ্তার করা হয়। পর্যায়ক্রমে নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে দেওয়া হয়।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৯ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৯ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৯ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে