নিজম্ব প্রতিবেদক, ঢাকা
মাদক ও অনলাইনে জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের পরিকল্পনা করে হত্যাকারীরা। এরপর ঘুরতে যাওয়ার কথা বলে রবিউল ইসলাম নামের এক অটোরিকশা চালককে টার্গেট করে তাঁরা। নরসিংদীর শিবপুর থানা এলাকার বিভিন্ন স্থান ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে রবিউলকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও এক আসামি পলাতক রয়েছে বলেও জানিয়েছে পিবিআই।
গ্রেপ্তাররা হলেন— নাহিদ শেখ (২২), মো. হুমায়ুন (৪০), লিটন খান (৪৫), জুবায়ের হাসান অমি (১৯), শাজিদুল ইসলাম হাসিব (১৯), রাকিবুল (২০) ও জুয়েল (২০)। এদের মধ্যে নাহিদ, হুমায়ুন, লিটন, জুবায়ের ও হাসিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তবে নেহাল নামের এক আসামি পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী জেলার পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
তিনি বলেন, গত বছরের ২৯ অক্টোবর নরসিংদী জেলার শিবপুর থানার সাতপাইকা এলাকা থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত হলে তাঁর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটি নরসিংদীর পিবিআই তদন্ত করে জানিয়ে এনায়েত হোসেন বলেন, রবিউল অটোরিকশা চালক। তিনি মোবাইল ব্যবহার না করায় হত্যার কোনো রহস্য পায়নি পুলিশ। পরে ওই এলাকায় চোরাই অটো, বাইক ও গাড়ি ক্রয়-বিক্রয়ের অভিযোগ থাকা রাকিবুলকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অটোরিকশাটি নাহিদের মাধ্যমে বিক্রয়ের তথ্য পায়। তবে তিনি হত্যার কোনো তথ্য দিতে পারেনি। নাহিদ শেখকে (২২) গ্রেপ্তারের পর এর সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই জানায়, গাড়িটি যাতে কেউ চিনতে না পারে সে জন্য গাড়ির রং ও কিছু পার্টস পরিবর্তন করে অভিযুক্তরা। মো. লিটন খাঁন নামের এক গ্যারেজ মালিক অটোরিকশাটি ৩০ হাজার টাকায় কেনেন।
তিনি বলেন, হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ে প্রত্যক্ষভাবে জড়িত অমি, নিহাল, হাসিব এক সঙ্গে চলাফেরা করতেন। নিয়মিত মাদক সেবন ও অনলাইনে জুয়া খেলার ফলে টাকা সংগ্রহের জন্য অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তাই রবিউল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। একপর্যায়ে সাতপাইকার এলাকায় আড্ডা শেষে বাড়ি ফেরার পথে হাসিব ও নেহাল রবিউলের হাত পা জাপটে ধরে। আর অমি চাপাতি দিয়ে রবিউলের গলায় কুপায়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল। এরপর মরদেহ ধানখেতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
মাদক ও অনলাইনে জুয়ার টাকা জোগাড় করতে ছিনতাইয়ের পরিকল্পনা করে হত্যাকারীরা। এরপর ঘুরতে যাওয়ার কথা বলে রবিউল ইসলাম নামের এক অটোরিকশা চালককে টার্গেট করে তাঁরা। নরসিংদীর শিবপুর থানা এলাকার বিভিন্ন স্থান ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে রবিউলকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তারসহ হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও এক আসামি পলাতক রয়েছে বলেও জানিয়েছে পিবিআই।
গ্রেপ্তাররা হলেন— নাহিদ শেখ (২২), মো. হুমায়ুন (৪০), লিটন খান (৪৫), জুবায়ের হাসান অমি (১৯), শাজিদুল ইসলাম হাসিব (১৯), রাকিবুল (২০) ও জুয়েল (২০)। এদের মধ্যে নাহিদ, হুমায়ুন, লিটন, জুবায়ের ও হাসিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তবে নেহাল নামের এক আসামি পলাতক রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদী জেলার পিবিআইয়ের পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান।
তিনি বলেন, গত বছরের ২৯ অক্টোবর নরসিংদী জেলার শিবপুর থানার সাতপাইকা এলাকা থেকে অজ্ঞাতনামা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত হলে তাঁর মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটি নরসিংদীর পিবিআই তদন্ত করে জানিয়ে এনায়েত হোসেন বলেন, রবিউল অটোরিকশা চালক। তিনি মোবাইল ব্যবহার না করায় হত্যার কোনো রহস্য পায়নি পুলিশ। পরে ওই এলাকায় চোরাই অটো, বাইক ও গাড়ি ক্রয়-বিক্রয়ের অভিযোগ থাকা রাকিবুলকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অটোরিকশাটি নাহিদের মাধ্যমে বিক্রয়ের তথ্য পায়। তবে তিনি হত্যার কোনো তথ্য দিতে পারেনি। নাহিদ শেখকে (২২) গ্রেপ্তারের পর এর সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই জানায়, গাড়িটি যাতে কেউ চিনতে না পারে সে জন্য গাড়ির রং ও কিছু পার্টস পরিবর্তন করে অভিযুক্তরা। মো. লিটন খাঁন নামের এক গ্যারেজ মালিক অটোরিকশাটি ৩০ হাজার টাকায় কেনেন।
তিনি বলেন, হত্যাকাণ্ড ও অটোরিকশা ছিনতাইয়ে প্রত্যক্ষভাবে জড়িত অমি, নিহাল, হাসিব এক সঙ্গে চলাফেরা করতেন। নিয়মিত মাদক সেবন ও অনলাইনে জুয়া খেলার ফলে টাকা সংগ্রহের জন্য অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তাই রবিউল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। একপর্যায়ে সাতপাইকার এলাকায় আড্ডা শেষে বাড়ি ফেরার পথে হাসিব ও নেহাল রবিউলের হাত পা জাপটে ধরে। আর অমি চাপাতি দিয়ে রবিউলের গলায় কুপায়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল। এরপর মরদেহ ধানখেতে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
নোয়াখালীর বেগমগঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেক ট্রাক খাদে পড়ে গেছে। এতে চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন খাদে পড়ে যাওয়া ট্রাকে থাকা চালকের সহকারী সজিব (১৮) ও চালকের বন্ধু
৩১ মিনিট আগে৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৯ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৯ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
১০ ঘণ্টা আগে