সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র্যাবও আমাদের সহায়তা করছে।’
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র্যাবের পাশাপাশি আছে বিজিবিও।
এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র্যাবও আমাদের সহায়তা করছে।’
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপিকে জিজ্ঞেস না করে কেন গরু বিতরণ করা হচ্ছে, এ অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীনকে নাজেহাল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
৩ মিনিট আগেঅপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৭ মিনিট আগেমাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
১১ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৩০ মিনিট আগে