ঢামেক প্রতিবেদক
রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া (২৬)।
আহত মৌসুমী খাতুন জানান, তাঁর স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। ঘটনার সময় তাঁর চার সন্তান মাদ্রাসায় ছিল আর তিনি তাদের জন্য টিফিন প্রস্তুত করছিলেন। দরজা খোলা থাকায় মোক্তার হোসেন (২৬) নামের এক যুবক হঠাৎ তাঁর ঘরে ঢুকে যায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।
মৌসুমী খাতুন আরও বলেন, ‘ওই যুবক বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে চায়। তার হাতে দুটি ছুরি ছিল। পরে এক ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে ধরে ফেলে। মোক্তার আমাদের পূর্ব পরিচিত এবং সম্ভবত চুরি করতেই এসেছিল। কিছু নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।’
প্রতিবেশী সেন্টু মিয়া জানান, তিনি চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, মোক্তার ছুরি হাতে দৌড়াচ্ছে। তখন তিনি তাঁকে ধরতে গেলে মোক্তার তাঁর হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মিলে তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘রহমতগঞ্জ এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগে মোক্তার নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহবধূর পেটে ও পায়ে এবং সেন্টুর হাতে আঘাত রয়েছে। মৌসুমীর অবস্থা গুরুতর, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। মোক্তারকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
রাজধানীর চকবাজার রহমতগঞ্জ এলাকায় বাসায় ঢুকে গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করেছেন এক যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চকবাজার রহমতগঞ্জ বড় মাঠের পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী সেন্টু মিয়া (২৬)।
আহত মৌসুমী খাতুন জানান, তাঁর স্বামী খোকন মিয়া রহমতগঞ্জ বাজারে মুরগির ব্যবসা করেন। ঘটনার সময় তাঁর চার সন্তান মাদ্রাসায় ছিল আর তিনি তাদের জন্য টিফিন প্রস্তুত করছিলেন। দরজা খোলা থাকায় মোক্তার হোসেন (২৬) নামের এক যুবক হঠাৎ তাঁর ঘরে ঢুকে যায় এবং তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।
মৌসুমী খাতুন আরও বলেন, ‘ওই যুবক বেডরুমে ঢুকে আমার গলায় ছুরি ধরতে চায়। তার হাতে দুটি ছুরি ছিল। পরে এক ছুরি দিয়ে আমার পেটে ও বাম পায়ে আঘাত করে। আমি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং তাকে ধরে ফেলে। মোক্তার আমাদের পূর্ব পরিচিত এবং সম্ভবত চুরি করতেই এসেছিল। কিছু নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে।’
প্রতিবেশী সেন্টু মিয়া জানান, তিনি চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, মোক্তার ছুরি হাতে দৌড়াচ্ছে। তখন তিনি তাঁকে ধরতে গেলে মোক্তার তাঁর হাতে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মিলে তাঁকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান বলেন, ‘রহমতগঞ্জ এলাকায় চুরি করতে গিয়ে এক গৃহবধূসহ দুজনকে ছুরিকাঘাত করার অভিযোগে মোক্তার নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। গৃহবধূর পেটে ও পায়ে এবং সেন্টুর হাতে আঘাত রয়েছে। মৌসুমীর অবস্থা গুরুতর, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। মোক্তারকে প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
রাজশাহীর দুর্গাপুরে র্যাবের অভিযানে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দুর্গাপুর উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান চালায় র্যাব-৫। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
১১ মিনিট আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক যুবক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
৩৮ মিনিট আগেকুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৩০টি ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে