Ajker Patrika

মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬
মাইগ্রেশনের দাবিতে নাইটিংগেল শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

মাইগ্রেশনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবারও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভেতরে মানববন্ধন করেছেন তাঁরা। তবে আন্দোলনের ৭৩ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আশার বাণী পাননি তাঁরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই কলেজের হাসপাতালে পর্যাপ্ত রোগী না থাকায় রোগ সম্পর্কিত জ্ঞান অর্জন ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অন্যত্র মাইগ্রেশনের ব্যবস্থা করা হোক।

মানববন্ধনে অংশ নেওয়া চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিমদা তানজিম বলেন, ‘আমরা ভর্তির সময় বিএমডিসি আছে জানালেও পরে জানতে পারি এই কলেজের বিএমডিসি নেই। এ ব্যাপারে জানতে চাইলে তাঁরা আমাদের বলেন, অতি দ্রুত বিএমডিসির ব্যবস্থা করবেন। কিন্তু দীর্ঘ চার বছর অতিবাহিত হলেও তাঁরা কোনো ধরনের ব্যবস্থা নেননি। এই অবস্থায় আমাদের এই কলেজে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর অনুরোধ জানাচ্ছি।

একই বর্ষের শিক্ষার্থী নারগিস আমিন বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার মতো নেই কোনো চিকিৎসক। ফার্মেসিরও নেই কোনো ড্রাগ লাইসেন্স। সার্জারি করার মতো কোনো সার্জনও নেই। এই অবস্থায় আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। তাই আমাদের অতি দ্রুত মাইগ্রেট করে অন্য মেডিকেলে পাঠানোর দাবি জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত