Ajker Patrika

ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে বেপরোয়া এক ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুতে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রুহুল আমিন মোল্লা শাহবাগ থানায় মামলাটি করেন।

আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন ও তাঁর সহকারী ফরহাদ হোসেনকে। ঘটনার পর ছাত্রজনতা ঘাতক ট্রাকচালক বেলাল ও তাঁর সহকারী ফরহাদকে ট্রাকসহ আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

মামলার বিবরণীতে বলা হয়, বুধবার রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলাকালে নয়ন ডেলিভারি হোজ নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন গুলিস্তান থেকে কাওরান বাজারগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত