সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।
প্রায় দুই সপ্তাহ ধরে চলতে থাকা আশুলিয়ার পোশাক কারখানা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন এখন অনেকটাই শান্ত। স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ, খুলতে শুরু করেছে বন্ধ কারখানা। সড়কে সারা দিন পুলিশের সতর্ক অবস্থান ছিল আগের মতোই।
আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ দিন সরেজমিনে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কাঠগড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।
তবে সোমবার নতুন করে আরেকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জামগড়া এলাকার নাবা নীট কম্পোজিট লিমিটেড নামে ওই কারখানায় শ্রমিকেরা সকালে প্রবেশ করলেও কাজ না করে বসে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের বোঝানোর চেষ্টা করে, কাজে ফেরাতে না পেরে কারখানা বন্ধ ঘোষণা করে। পরে শ্রমিকেরা কোনো ধরনের বিশৃঙ্খলা না করেই কারখানা থেকে ফিরে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প-পুলিশ বলছে, সোমবার বন্ধ থাকা কারখানার সংখ্যা ছিল ৫৯। এ ছাড়া বন্ধ ৪টি কারখানা খুলেছে, শ্রমিকেরা কাজও করেছেন। মঙ্গলবার এ সংখ্যা আরও বাড়তে পারে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন করে ৪টি কারখানা খুলেছে আজকে, কালকে হয়তো আরও খুলবে। কোনো ধরনের বিশৃঙ্খলা আজ হয়নি। তবে আমরা সতর্ক অবস্থানে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
এ দিকে আশুলিয়া থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার শ্রমিক অসন্তোষকে ঘিরে ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫টি কারখানা মামলা দায়ের করেছে। এ পর্যন্ত কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আশুলিয়া থানায় মোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে ১৭তে। এসব মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় ৪ হাজার। আর গ্রেপ্তার হয়েছেন ৭ জন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১০ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১৫ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৩২ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩৭ মিনিট আগে