Ajker Patrika

ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, ৫ সদস্যের প্রতিনিধি স্বাস্থ্য মন্ত্রণালয়ে

ঢাবি সংবাদদাতা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৯
শাহবাগের শিক্ষার্থীদের অবরোধ চলছে। ছবি: আজকের পত্রিকা
শাহবাগের শিক্ষার্থীদের অবরোধ চলছে। ছবি: আজকের পত্রিকা

চার দফা দাবিতে শাহবাগের রাস্তায় অবস্থানরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছেন। আজ রোববার বিকেল ৩টায় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সচিব তুহিন ফারাবির সঙ্গে শিক্ষার্থীরা মন্ত্রণালয়ে ঢোকেন। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি এখনো চলমান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে রয়েছেন—মো. মুজাহিদুল ইসলাম, আজহারুল হক রামীম, আহমাদ উল্লাহ মনসুর, হাসিবুল ইসলাম শান্ত এবং মো. সাগর।

এর আগে দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবী। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির আলোকে শূন্য পদে নিয়োগের বিষয়ে আগামীকাল বা পরশুই সার্কুলার দেওয়া হবে। মোট ৮০০ শূন্য পদে ক্রমান্বয়ে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের দশম গ্রেডের দাবির বিষয়টি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

তুহিন ফারাবী আরও বলেন, ‘শাহবাগের এই জায়গাটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ এলাকা। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। এই আন্দোলনকে ঘিরে কোনো কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

আজ আন্দোলনের শুরুতে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি পাঠাতে অসম্মতি জানিয়ে তাৎক্ষণিক দাবি পূরণের কথা বলেন। দীর্ঘ সময় ধরে আলোচনার পর ৫ সদস্যের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ; কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ ১ বছরের ইন্টার্নশিপ; প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত