পাবজি খেলা নিয়ে বিরোধ, চতুর্থ শ্রেণির ছাত্রকে হত্যার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের সিঙ্গাইরে পাবজি খেলা নিয়ে বিরোধের জেরে মো. রাজু (১৩) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্র হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।

নিহত রাজু উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল এলাকার মোসলেম মিস্ত্রী ওরফে মোছার ছেলে। এ ঘটনায় ওই এলাকার রাজু কোরাইশীর ছেলে আলিফ (১৪), আলিফের মা হোসনিয়ারা (৪৫) এবং ভগ্নিপতি সাবেক সেনা সদস্য মাহমুদকে (৫৫) শটগানসহ (লাইসেন্সকৃত) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

নিহত রাজুর বাবা মো. মুসলেম ও স্থানীয়রা জানান, উপজেলার শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামের রাজু কোরাইশীর ছেলে মো. আলিফ ও ওই এলাকার মো. মুসলেমের ছেলে রাজুর সঙ্গে পাবজি খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজুকে কৌশলে নির্জন জায়গায় নিয়ে যায় আলিফ। পরে রাজুকে মুখে শার্ট ঢুকিয়ে মাথা এবং বুকে ইট দিয়ে আঘাত করে। এক পর্যায় রাজুর মৃত্যু হয়েছে ভেবে আলিফ ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে সাহরাইল ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে রাজুকে রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোর রাতে তার হয়।

এদিকে রাজুর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আলিফের বাড়ি ঘেরাও করেন। বিষয়টি থানা-পুলিশ জানার পর ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে অভিযুক্ত মো. আলিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত