ঢাকায় আতশবাজি-ফানুস-মশাল মিছিল নিষিদ্ধ আজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০: ০৮
Thumbnail image

রাজধানী ঢাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেন।

‘বড়দিন এবং ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে’ ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে কমিশনারের দেওয়া আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজী নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এই আনন্দ উৎসব উদ্‌যাপনের নামে কিছু ‘উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে’ লিপ্ত হয়ে থাকে।

এই প্রেক্ষাপটে ‘শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদ্‌যাপন উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো ও মশাল মিছিল ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা’ করেন ডিএমপি কমিশনার।

থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের নামে ফানুস ওড়ানো, আতশবাজি, পটকা ফুটানোর ঘটনায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন শুরুর কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটে।

একসঙ্গে ফায়ার সার্ভিস ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর হটলাইন নম্বরগুলো ব্যস্ত হয়ে পড়ে। মাত্র ২০ মিনিটের মধ্যে সারা দেশ থেকে প্রায় ২০০ অগ্নিকাণ্ড ঘটে।ফানুসের কারণে বেশির ভাগ অগ্নিকাণ্ড ঘটে। আতশবাজির কারণেও কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত