সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের মামলায় জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত সোমবার রাতে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দলটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল আমিন লিখিত বক্তব্যে বলেন, ‘মনিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বন বিভাগ কারও চাপে প্রভাবিত হয়ে তাঁর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক, হায়দার আলী, বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে সখীপুর থানার পুলিশ জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া মনির জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সখীপুর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মনিরের বিরুদ্ধে মূল অভিযোগ তিনি বন বিভাগের নলুয়া বিটের অধীনে বিসি বাইদ মৌজার সংরক্ষিত বনের গজারিগাছ কেটে ঘর নির্মাণ করেছেন। স্থানীয় বন বিভাগ ওই জমি জবরদখলের অভিযোগে মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করে। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বন বিভাগের নলুয়া বিট কর্মকর্তা এ কে এম সাফেরুজ্জামান বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২-এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়ে গেছে। পর্যায়ক্রমে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনিরুজ্জামান মনিরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের মামলায় জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত সোমবার রাতে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দলটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল আমিন লিখিত বক্তব্যে বলেন, ‘মনিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বন বিভাগ কারও চাপে প্রভাবিত হয়ে তাঁর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক, হায়দার আলী, বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে সখীপুর থানার পুলিশ জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া মনির জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সখীপুর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মনিরের বিরুদ্ধে মূল অভিযোগ তিনি বন বিভাগের নলুয়া বিটের অধীনে বিসি বাইদ মৌজার সংরক্ষিত বনের গজারিগাছ কেটে ঘর নির্মাণ করেছেন। স্থানীয় বন বিভাগ ওই জমি জবরদখলের অভিযোগে মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করে। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বন বিভাগের নলুয়া বিট কর্মকর্তা এ কে এম সাফেরুজ্জামান বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২-এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়ে গেছে। পর্যায়ক্রমে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনিরুজ্জামান মনিরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।
১৭ মিনিট আগেকুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে ৩০টি ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেব্যবহারিক ক্লাসের পর্যাপ্ত সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জ দিরাই রাস্তা এলাকায় মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ করেন।
২৬ মিনিট আগেসরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’-এর ব্যানারে এ কর্মসূচিতে নেমেছেন শিক্ষার্থীরা। অবিলম্বে ছয় দফা দাবি মেনে নেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। দ্রুত দাবি না...
৩৪ মিনিট আগে