কমলাপুর থেকে আজ চলবে দুই-তৃতীয়াংশ ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২৪, ১৪: ০৪
Thumbnail image

আজ মঙ্গলবার শেষ হচ্ছে ঈদের ছুটি। বৃহস্পতিবার থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রা। ঈদের পরদিন আজ মঙ্গলবার খুব বেশি ট্রেন চলবে না বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। গতকাল ঈদের দিন মাত্র একটি মেইল ট্রেন চলেছে বলে জানিয়েছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার। 

আজ কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঈদের পরে সব ট্রেন চলে না। গুটি কয়েক ট্রেন চলে, যা দুই-তৃতীয়াংশ হতে পারে। বৃহস্পতিবার থেকে অগ্রিম টিকিটের যাত্রা শুরু হবে।

কমলাপুর রেলওয়েসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ মেইল, কমিউটার আর আন্তনগর মিলিয়ে ৩২ জোড়া ট্রেন চলতে পারে। সাধারণত এই সময়ে ৪৩ জোড়া আন্তনগর ও মেইল, কমিউটার মিলিয়ে ৬৯ জোড়া ট্রেন চলাচল করে। 

রোববার কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেছিলেন, ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন ১৮ জুন কিছু কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একইরকম হতে পারে ৷ তবে আশা করছি সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে। 
 
এদিকে রেলের ফিরতি যাত্রার টিকিট ১০ জুন থেকে বিক্রি হয়েছে। আন্তনগর ট্রেনের ২০ জুনের আসন বিক্রি হয় ১০ জুন; ২১ জুনের আসন বিক্রি হয় ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হয় ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হয় ১৩ জুন; ২৪ জুনের আসন বিক্রি হয় ১৪ জুন। ২০ থেকে ২৪ জুন পর্যন্ত ঢাকার বাইরে থেকে যাত্রীরা ঢাকায় ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত