Ajker Patrika

সাবেক সংসদ সদস্য শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান।

আবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য থাকা অবস্থায় একটি প্রকল্প থেকে ৩০০ কোটি টাকা লোপাট করেছেন বলে শফিউদ্দিন শামীমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, তিনি যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এ কারণে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত