Ajker Patrika

পরকীয়া সন্দেহে স্ত্রী–কন্যাকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২২: ৩৯
পরকীয়া সন্দেহে স্ত্রী–কন্যাকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

পরকীয়া সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোকসানা বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত পাঁচ বছরের শিশু জান্নাতুল ফেরদৌসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আজ শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোকসানা বরগুনা জেলার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। অভিযুক্ত নুরুজ্জামান আনিছ বরিশাল সদর এলাকার বাসিন্দা। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘নয় বছর আগে তাদের বিয়ে হয়। এটি ছিল উভয়েরই দ্বিতীয় বিয়ে। তারা রূপগঞ্জের তেতলাবো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। নুরুজ্জমান স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

সম্প্রতি তার স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে বিবাদ শুরু হয়। সবশেষ বৃহস্পতিবার রাতে তাদের ঝগড়া হয়। আজ শনিবার সকালে সেই জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রোকসানাকে হত্যা করে পালিয়ে যায় নুরুজ্জামান। এ সময় গুরুতর আহত হয় পাঁচ বছরের শিশু জান্নাতুল। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রোকসানার লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে জান্নাতের মৃত্যুর খবর ঢামেক থেকে জানতে পেরেছি। অভিযুক্ত নুরুজ্জামানকে ধরতে আমাদের অভিযান চলমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত