নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চকবাজার এলাকায় রাকিব হাওলাদার নামে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাজী সেলিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে সোলাইমান সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
তবে এ মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে অন্য আসামির জামিন শুনানির জন্য থাকায় এই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিনের আবেদন শুনানি হবে বলে আদেশে বলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় সোলাইমানকে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চানখাঁরপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাকিবের বাবা শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চকবাজার এলাকায় রাকিব হাওলাদার নামে একজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাজী সেলিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে সোলাইমান সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল খায়ের তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।
তবে এ মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে অন্য আসামির জামিন শুনানির জন্য থাকায় এই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড ও জামিনের আবেদন শুনানি হবে বলে আদেশে বলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় সোলাইমানকে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সকালে চানখাঁরপুল মোড়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া গুলিতে মো. রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাকিবের বাবা শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মৎস্য শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল বুধবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
১০ মিনিট আগেবাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগেরাজধানীর তুরাগের কামাড়পাড়ায় বাসার গেটে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের মেয়েকে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কামাড়পাড়ার ওয়ালটন মোড়ে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে...
৩১ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকারকে দুর্নীতির এক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে