সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
Thumbnail image
সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার বিনেরপোতায় মাটি বহনকারী ট্রাকের সঙ্গে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকার মেঘনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শী বিনেরপোতা মসজিদের ইমাম ইস্রাফিল হোসেন বলেন, আজিজুর রহমান কয়েক বছর ধরে মাধবকাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তালা উপজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে তালায় যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে বিনেরপোতায় মেঘনা মোড়ে সাতক্ষীরাগামী একটি মাটি বহনকারী ট্রাকের সঙ্গে আজিজুরের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।

সাতক্ষীরায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা
সাতক্ষীরায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠাই।’

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠিয়েছে। তবে ট্রাকচালক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত