সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম।
রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন।
জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’
ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম।
রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন।
জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’
ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৮ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৮ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে