ঢাকা থেকে ‘ডিবি পরিচয়ে তুলে নেওয়া’ স্বামীর সন্ধান চান সাতক্ষীরার নাছিমা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০: ৩১
Thumbnail image
সাতক্ষীরা প্রেসক্লাব সংবাদ সম্মেলনে নাছিমা খাতুন। ছবি: আজকের পত্রিকা

ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে দাবি করে রেজাউল ইসলামের সন্ধান চেয়েছেন তাঁর স্ত্রী নাছিমা খাতুন। আজ রোববার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি তাঁর স্বামীর দ্রুত সন্ধান দাবি করেন। রেজাউল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা খাতুন বলেন, ‘আমার স্বামী রেজাউল ইসলাম একজন গরিব, অসহায় ও নিরীহ প্রকৃতির মানুষ। তিনি পেশায় একজন দিনমজুর। এলাকায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে কয়েক বছর আগে ঢাকায় গিয়ে রিকশা চালানো শুরু করেন। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশারফকে সন্ত্রাসীরা হত্যা করে। কিন্তু স্থানীয় দলাদলির কারণে পরিকল্পিতভাবে মোশারফ হত্যা মামলায় আমার স্বামীকে আসামি করা হয়। পরে আমার স্বামী ওই হত্যা মামলায় আদালত থেকে জামিন নেন এবং ধার্য দিনে আদালতে হাজিরা দেন। ওই মামলা ছাড়া আমার স্বামীর নামে আর কোনো মামলা নেই।’

নাছিমা খাতুন বলেন, ‘আমার স্বামীর একার উপার্জনেই দুই সন্তানসহ আমাদের চারজনের সংসার চলে। সহায়-সম্পত্তি না থাকায় বাধ্য হয়ে তিনি ঢাকায় গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঢাকার সাভারে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন একসঙ্গে থাকেন। আমার জানামতে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত নন। কিন্তু ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার সাভারের বাসায় গিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সাভার থানায় যোগাযোগ করলে সেখান থেকে আমাদের সাতক্ষীরায় খবর নিতে বলা হয়। আবার সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নিতে গেলেও তারা আমার স্বামীর আটকের বিষয়ে কিছুই জানে না বলে জানায়।’

এই গৃহবধূ বলেন, ‘এরপর সাতক্ষীরা কারাগারেও খোঁজ নিয়েছি, সেখানেও নেই। আটকের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাঁর কোনো সন্ধান পাইনি। আমার স্বামীর বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। আর যদি থাকেও তাহলে আইনগতভাবে আটক করে তাঁকে কারাগারে পাঠানো হোক। কিন্তু ২৪ ঘণ্টায়ও তাঁর কোনো সন্ধান কেন আমরা পাব না? স্বামীর সন্ধান না পাওয়ায় সন্তানদের নিয়ে আমি চরম উদ্বিগ্ন।’

নাছিমা খাতুন দ্রুত তাঁর স্বামী রেজাউল ইসলামের সন্ধানের দাবিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত