নাটোরে পুলিশ-ছাত্রলীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৯: ৫০

নাটোরে কোটা সংস্কার আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি (২২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। রাহি নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকার জাহিদ হোসেনের ছেলে। তিনি ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির ফুড এন্ড এগ্রিকালচার বিভাগের ছাত্র। 

এই সংঘর্ষে শহরের কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড ও স্বাধীনতা চত্বর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটনার সংবাদ সংগ্রহের সময় আজকের পত্রিকার নাটোর প্রতিনিধি নাইমুর রহমান, সময়ের আলোর নাটোর প্রতিনিধি মোহাম্মদ আলী সুফী সান্টু ও ইন্ডিপেনডেন্ট টিভির ক্যামেরাপারসন সোহেল রানা আহত হন। এসব ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে শহরের কেন্দ্রীয় মসজিদের নিচে এসে জড়ো হয়। তাঁরা কোটা ও সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ এসে তাঁদের ঘিরে ধরে। এ সময় অদূরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সরকারবিরোধী স্লোগান থামাতে আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। 

পুলিশ তাঁদের বাধা দিলে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের আলাইপুর এলাকায় চলে যায়। এর কিছু সময় পর শহরের স্বাধীনতা চত্বর থেকে আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ মিছিল নিয়ে এলে ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনা দেখে আগের মিছিলের আন্দোলনকারীরা ফিরে ছাত্রদের সঙ্গে যোগ দিলে পুলিশ-ছাত্রলীগ-আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় ছায়াবানী মোড় ও কাপুরিয়াপট্টি এলাকায় আশ্রয় নিয়ে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এক পুলিশ সদস্য আহত হয়। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় ফাহাদ ইবনে জাহিদ রাহি নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাহির গুলিবিদ্ধ হওয়ার খবরে আন্দোলনকারীরা পুনরায় শহরের স্বাধীনতা চত্বরে জড়ো হয়। সেখানে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালালে দুপক্ষের সংঘর্ষ হয়। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দফায় দফায় সংঘর্ষ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে দুপুর আড়াইটায় রামেকে ভর্তি রাহির বাবা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাহির অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে তাঁকে অপারেশন থিয়েটার থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণে রাখবেন।’ 

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। তবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকেও পুলিশের টিম প্রস্তুত আছে। 

এদিকে আন্দোলনকারীদের প্রতিহত করতে সকাল থেকে পুরোনো বাসস্ট্যান্ডে অবস্থান নেন আওয়ামী লীগ কর্মীরা। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সহসভাপতি পৌর মেয়র উমা চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক শেখসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত