বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে অফিসের সামনের বারান্দা ও আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি । রাত দুইটার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। টর্চ লাইট মেরেও তাদের চিনতে পারিনি। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আক্কাছ আলী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের লোকজন নানাভাবে প্রভাব খাটানো চেষ্টা করে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলছে তোমারা পালানো জায়গা পাবে না। অল্প সময়ের মধ্যে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে তারা।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির এ নেতা।
উল্লেখ্য ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোনো নেতা–কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা এই কার্যালয় ব্যবহার করে আসছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বাঘার আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে অফিসের সামনের বারান্দা ও আসবাবপত্র পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারে বিএনপির কার্যালয়ে এ আগুন দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনা রেলগেট বাজারের পাহারাদার রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খাওয়ার পর পাহারার কাজে বাজারে আসি। বাজারে দক্ষিণ পাশে বিএনপির অফিসটি । রাত দুইটার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। টর্চ লাইট মেরেও তাদের চিনতে পারিনি। পরে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
৩ নম্বর ঝিনা ওয়ার্ড বিএনপির সভাপতি সভাপতি আক্কাছ আলী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের পরে নিজ এলাকায় আওয়ামী লীগ-বিএনপিসহ সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অতি উৎসাহী কিছু আওয়ামী লীগের লোকজন নানাভাবে প্রভাব খাটানো চেষ্টা করে। বিএনপিকে উদ্দেশ্য করে তারা বলছে তোমারা পালানো জায়গা পাবে না। অল্প সময়ের মধ্যে নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে তারা।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির এ নেতা।
উল্লেখ্য ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাকা বিএনপি কার্যালয় নির্মাণ কর হয়। দীর্ঘদিন কোনো নেতা–কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা এই কার্যালয় ব্যবহার করে আসছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ বিষয়ে মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
৩২ মিনিট আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
৩৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে
৪২ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় কিশোর ছেলেসহ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। চুরি ও মাদক সেবনের অভিযোগে ডাকা সালিসে না আসায় শত শত লোকজন তাঁদের বাড়িতে গিয়ে এই হামলা চালান বলে এলাকাবাসী জানিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এই
১ ঘণ্টা আগে