বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে নদীতে এই মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ১১ হাজার টাকা বিক্রি করা হয়।
জেলে কালিদাসখালী চরের বাসিন্দা আক্কেল আলী বলেন, ‘প্রতিদিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি হয়।’
তিনি বলেন, ‘এর আগে গত ২২ ডিসেম্বর একই স্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহখানিক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছিলাম। সে মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করি।’
চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘পদ্মা নদীর ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন তাঁরা।’
মাছটির ক্রেতা মিন্টু হোসেন বলেন, ‘চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে, ক্রয়ও করেছি।’
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে নদীতে এই মাছ ধরা পড়ে। পরে মাছটি সাড়ে ১১ হাজার টাকা বিক্রি করা হয়।
জেলে কালিদাসখালী চরের বাসিন্দা আক্কেল আলী বলেন, ‘প্রতিদিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। পদ্মার অদূরে দুপুরে মাছটি ধরা পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি হয়।’
তিনি বলেন, ‘এর আগে গত ২২ ডিসেম্বর একই স্থানে ২৭ কেজি ওজনের একটি ও এর সপ্তাহখানিক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছিলাম। সে মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করি।’
চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘পদ্মা নদীর ধরা পড়া মাছটি এক ব্যক্তি ক্রয় করেছেন। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য অনেকেই আসেন। এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন তাঁরা।’
মাছটির ক্রেতা মিন্টু হোসেন বলেন, ‘চকরাজাপুরে বেড়াতে এসে পদ্মা নদীর ধরা পড়া মাছটি ক্রয় করেছি। পদ্মা নদীর তাজা বড় সাইজের মাছ পেলে কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রেখেছিলাম। ভাগ্যক্রমে এই দিন বেড়াতে এসে মাছটি ধরাও পড়েছে, ক্রয়ও করেছি।’
পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) আট ঘণ্টা ধরে প্রশাসন ভবনে অবরুদ্ধ আছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
১০ মিনিট আগেইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য ইমরান রহমানের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন একদল আন্দোলনরত শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় ইউল্যাবের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অনশন শুরু করেন।
১৭ মিনিট আগেদেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ও আগের দিন বুধবার এসব দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে যুবদল নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের বড়বাজার এলাকায় টায়ার জালিয়ে এই কর্মসূচি করা হয়।
১ ঘণ্টা আগে