বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চকরাজাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বাঘা থানায় পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা এসব মামলার আসামি।
মামলার বাদীরা হলেন—উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাহাবুব আলমের ছেলে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, ছাত্রদল কর্মী ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মল্লিকের ছেলে জাহিদ হাসান, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর গাওপাড়া গ্রামের ছুরাত আলীর ছেলে সুরুজ্জামান সুরুজ, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান।
পাঁচটি মামলার মধ্যে একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় আসামি করা হয়েছে স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। এ ছাড়া মোট ৩৫৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চকরাজাপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিভিন্ন সময় দলীয়ভাবে মারামারি, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এসব অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীর বাঘা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চকরাজাপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর বাঘা থানায় পাঁচটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা এসব মামলার আসামি।
মামলার বাদীরা হলেন—উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বাজুবাঘা নতুনপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মাহাবুব আলমের ছেলে সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, ছাত্রদল কর্মী ও পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের আশরাফ মল্লিকের ছেলে জাহিদ হাসান, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর গাওপাড়া গ্রামের ছুরাত আলীর ছেলে সুরুজ্জামান সুরুজ, আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সাজদার রহমান।
পাঁচটি মামলার মধ্যে একটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। প্রতিটি মামলায় আসামি করা হয়েছে স্থানীয় এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে। এ ছাড়া মোট ৩৫৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চকরাজাপুর ইউপি সদস্য জহুরুল ইসলাম ও মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিভিন্ন সময় দলীয়ভাবে মারামারি, লুটপাট, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। এসব অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বিলাপ করে বলছিলেন, ‘মাইনসের জান বাচপার যায়্যা মোর যাদু হারা গেল। বাবা, নয়ন তুই হামাক ছাড়ি গেলু কেন। তোক যে কছনু এগলা চাকরি করি দূরত্ব থাকার দরকার নাই। তুই যে কছলু খুব তাড়াতাড়ি হামার এত্তি আসি চাকরি করবু। তুই মোক একেবারে ছাড়ি গেল, মুই কি নিয়া বাঁচিম। কায় থাকবে তোর বাড়িত।’
৭ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে এজাহারভুক্ত আসামি মো. বেলাল হোসেনকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। গতকাল বুধবার রাত ৮টার দিকে শরীফপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
১৬ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দিতে তালাবদ্ধ ঘর থেকে মো. শাহাদাৎ হোসেন (৩৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভীরতলা গ্রামে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধারের পর থেকে তাঁর দোকানের কর্মচারী পলাতক রয়েছেন।
২৩ মিনিট আগেআগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত চারটি তলা পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে যাওয়া তলার প্রতিটি কক্ষের সব পুড়ে গেছে। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া জিনিসপত্র। এসব পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। ভবন পরিদর্শনের সময়...
১ ঘণ্টা আগে