Ajker Patrika

পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ ছাত্রের নাম জয়নাল কাজী (১৬)। সে উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন এবং রাকিব হোসেনের সঙ্গে পলাশি ফতেপুর এলাকায় পদ্মা নদীর ক্যানেল ঘাটে সাঁতার কেটে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। তার বাবা পদ্মায় মাছ ধরছিল। শাহাদত ও রাকিব সাঁতার কেটে করে কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। 

জয়নাল কাজীর বাবা ইউনুস কাজী বলেন, ‘আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলেসহ তার দুই বন্ধু নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারণে অন্য দুজন কিনারে উঠলেও জয়নাল নদীতে তলিয়ে যায়। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।’ 

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। 

চারঘাট নৌ-পুলিশের সহকরী পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত