বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের নাম জয়নাল কাজী (১৬)। সে উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন এবং রাকিব হোসেনের সঙ্গে পলাশি ফতেপুর এলাকায় পদ্মা নদীর ক্যানেল ঘাটে সাঁতার কেটে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। তার বাবা পদ্মায় মাছ ধরছিল। শাহাদত ও রাকিব সাঁতার কেটে করে কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
জয়নাল কাজীর বাবা ইউনুস কাজী বলেন, ‘আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলেসহ তার দুই বন্ধু নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারণে অন্য দুজন কিনারে উঠলেও জয়নাল নদীতে তলিয়ে যায়। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।’
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
চারঘাট নৌ-পুলিশের সহকরী পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।’
রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্রের নাম জয়নাল কাজী (১৬)। সে উপজেলার চকরাজাপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পলাশি ফতেপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, শুক্রবার সকালে জয়নাল কাজী ও তার দুই বন্ধু শাহাদত হোসেন এবং রাকিব হোসেনের সঙ্গে পলাশি ফতেপুর এলাকায় পদ্মা নদীর ক্যানেল ঘাটে সাঁতার কেটে পার হয়ে বাবার কাছে খাবার নিয়ে যাচ্ছিল। তার বাবা পদ্মায় মাছ ধরছিল। শাহাদত ও রাকিব সাঁতার কেটে করে কিনারে উঠলেও জয়নাল প্রচন্ড স্রোতের কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
জয়নাল কাজীর বাবা ইউনুস কাজী বলেন, ‘আমি পদ্মা নদীতে মাছ ধরছিলাম। স্কুল ছুটির কারণে ছেলেসহ তার দুই বন্ধু নদী সাঁতরে খাবার নিয়ে আসছিল। প্রচন্ড স্রোতের কারণে অন্য দুজন কিনারে উঠলেও জয়নাল নদীতে তলিয়ে যায়। ছেলে এখনো নিখোঁজ রয়েছে।’
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, বেলা সাড়ে ৩টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
চারঘাট নৌ-পুলিশের সহকরী পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।’
বন্ধের ৫২ দিন পর আজ রোববার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (কুয়েট) প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী। হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তাঁরা। তাঁদের দাবি ছিল, রাত ৮টার মধ্যে হল খুলে দিতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে দাবি না মানায় সারা রাত প্রশাসনিক ভবনের সা
৩১ মিনিট আগেচট্টগ্রামের ডিসি হিলে সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের মঞ্চে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এ সময় মঞ্চের কাঠামো ভেঙে ফেলার পাশাপাশি চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে ফেলা হয়। যদিও জেলা প্রশাসন বলছে, হামলা বলতে শুধু ব্যানার খুলে ফেলা হয়েছে।
৩৫ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সদস্য ও একাডেমি কাউন্সিলের সদস্যপদ থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহাসীন উদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে উপাচার্যের নির্দেশে শিক্ষক মোহাসীনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অব্যাহতিপত্র দেন রেজিস্ট্রার মনিরুল ইমলাম। যদিও মোহাসীন অভিযোগ নাকচ করে দিয়ে
৪১ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় কিশোর ছেলেসহ এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। চুরি ও মাদক সেবনের অভিযোগে ডাকা সালিসে না আসায় শত শত লোকজন তাঁদের বাড়িতে গিয়ে এই হামলা চালান বলে এলাকাবাসী জানিয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার নাওগাঁও ইউনিয়নের নাওগাঁও দক্ষিণপাড়া গ্রামে এই
৪৪ মিনিট আগে